আজ থেকে ঠিক হাতে গোনা কয়েক মাস আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। অল্পের জন্য খেতাব হাতছাড়া করতে হয়েছ꧋ে ভারতকে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ফের একবার স্বপ্নভঙ্গ হল বিরাট-রোহিতদের। গোটা টুর্নামেন্টে তারা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। এমনকী সবচেয়ে বেশি উইকেট এবং সবচেয়ে বেশি রান করেছে, তারাও ভারতীয়। কিন্তু ফাইনালে সেই ফর্ম দেখা যাဣয়নি। ১২ বছর পর বিশ্বকাপ জয়ের একটা সম্ভাবনা দেখা দিলেও তা পূরণ করতে পারেনি মেন ইন ব্লু।
আজ অর্থাৎ 📖৫ জানুয়ারি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি। ভারতের গ্রুপে কোন দল থাকে সেটাই দেখার বিষয়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত🎉 হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে। দুই দেশ মিলিয়ে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ আয়োজন করলেও আমেরিকা এই প্রথম আইসিসির টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাচ্ছে। স্বাভাবিক ভাবেই আমেরিকার দর্শকদের জন্য বিশাল পাওনা এটা।
এখনও পর্যন্ত ভারতীয় দল একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০০৮ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর আর খেতাব জিততে পারেনি তারা। খেতাবের কাছে পৌঁছে গিয়েও তা হাতছাড়া করতে হয়েছে। এবার ভারত দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটা সময় ব💙লবে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কারা জায়গা পেল:-
গ্রুপ-এ- ভারত, পাকিস্তান, আমেরিকা, কানাডা এ🌃বং আয়ারল্যান্ড।
গ্রুপ বি- ⛦ইংল্যান্ড, স্কটল্যান্ড, নমিবিয়া, ওমান এব💛ং অস্ট্রেলিয়া।
গ্রুপ সি- নিউজিল্যান্ড, ওয়েস♛্ট ইন্ডিজ, আফগানিস্তান, উ🍸গান্ডা, পাপুয়া নিউগুয়েনা।
গ্রুপ ডি- দক্ষিণ আফ্রিকা,�� শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্🐓ডস এবং নেপাল।
ভারত কবে, কোথায় এবং কার বিরুদ্ধে খেলতে নামবে?
ভারত বনাম আয়ারল্যান্ড-৫ জুন, নিউ ইয়র্ক
ভারত বনাম পাকিস্তান-৯ জুন, নিউ ইয়র্ক
ভারত বনাম আমেরিকা-১২ জুন, নিউ ইয়র্ক
ভারত বনাম কানাডা-১৫ জুন, ফ্লোরিডা
টি-২০ বিশ্বকাপ কবে শুরু হবে?
টি-২০ বিশ্বকাপ শুরু হবে ১ জুন। ১৮ জুন পর্যন্ত গ্রুপ পর্বের খেলা চলবে। কোয়ার্টা🎐র ফাইনাল শুরু হবে ১৯ জুন। শেষ হবে ২৪ জুন। সেমিফাইনাল ২৬ এবং ২৭ জুন। প্রথম সেমিফাইনাল হবে গুয়েনা এবং দ্বিতীয় সেমিফাইনালটি হবে ত্রিনিদাদে।
টি-২০ বিশ্বকাপের ফাইনাল কবে হবে?
ট🗹ি-২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন। এই🤪 ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্বাডোসে।