শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে শিরোনামে রয়েছে খান পরিবার। পরিবারের দুই সন্তান দেশের হয়ে বিভিন্ন স্তরে একেবারে ২২ গজ মাতাচ্ছেন। দাদা সরফরাজ খান তাঁর দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরুপ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ভারতের সিনিয়র দলে। আর ভাই মুশির ব্যাট হাতে কাঁপাচ্ছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চ। দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলাতেই ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখাচ্ছেন মুশির। মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে ভারতের হয়ে তিনি চলতি টুর্নামেন্টে তুলে নিয়েছেন তাঁর দ্বিতীয় শতরান। আর এই শতরান করার মধ্যে♏ দিয়েই বিশেষ নজিরের দিকে এগিয়ে গেলেন তিনি। যে নজির নেই স𝔉্বয়ং বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকাদেরও।
যুব 💖বিশ্বকাপের একটি সংস্করণে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে একাধিক শতরান করার নজির স্পর্শ করেছেন মুশির খান। আর একমাত্র এই নজির রয়েছে ভারতের হয়ে দীর্ঘদিন খেলা বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানের। উল্লেখ্য শিখর ধাওয়ান এই কৃতিত্ব গড়েছিলেন ২০০৪ সালে। সেবার যুব বিশ্বকাপে তিন তিনটি শতরান করেছিলেন শিখর ধাওয়ান। আর এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করেই শিখর ধাওয়ানের সেই নজির স্পর্শ করলেন মুশির খান। পাশাপাশি আপাতত চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও হলেন তিনি। এই মুহূর্তে মুশির করেছেন ৩২৫ রান। উল্লেখ্য ২০০৪ সালের যুব বিশ্বকাপে ধাওয়ান করেছিলেন ৫০৫ রান। অর্থাৎ মুশিরের কাছে এখন ও সুযোগ রয়েছে ধা💃ওয়ানের সর্বোচ্চ রানের এই নজিরকে টপকে যাওয়ার।
মাত্র চার ইনিংস খেলে মুশির করেছেন ৩২৫ রান। তাঁর গড় ৮১.২৫। তিনি এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন। সেই ম্যাচে ১১৮ রান করেন তিনি। এরপর ভারতের শেষ ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ও করেছিলেন অর্ধশত🐷রান। আর এদিন ফের তিন নম্বরে ব্যাট করতে নেমে কিউয়িদের বিরুদ্ধে করলেন অনবদ্য ১৩১ রান। এদিন মাত্র ১২৬ বল খেলে ১৩১ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩ বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিতে। পাশাপাশি যুব বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে করা এটি চতুর্থ সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ স্কোর করার নজিথ রয়েছে রাজ অঙ্গদ বাওয়ার। তিনি অপরাজিত ১৬২ রান করেছিলেন। ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি।