শুভব্রত মুখার্জি:- গত বছরে সিনিয়র পর্যায়ে দুটি বড় বড় আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছিল ভারতীয় সিনিয়র ক্রিকেট দল। দুবারেই ফাইনা✱লে তারা হেরেছিল অজিদের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের পর এবার পালা ছিল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। যেখানে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ফের একবার মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেখানেও কার্যত এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া দল। দাদাদের পর ভাইদেরও হারালো অজিরা। ফাইনাল ম্যাচে হারের পর যে আক্ষেপ ধরা পড়ল ভারত অধিনায়ক উদয় সাহারানের গলাতে। তাঁর স্পষ্ট বক্তব্য ফাইনালে আমরা কয়েকটা বাজে শট খেলেছি। ক্রিজে বেশি সময় কাটাতে পারিনি। যার খেসারত আমাদেরকে দিতে হয়েছে।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক জানান,♌ 'আমাদের জন্য খুব ভালো একটা টুর্নামেন্ট গিয়েছে গোটা বিশ্বকাপটা। আমি আমার ছেলেদের পারফরম্যান্সে খুব খুশি। প্রত্যেকেই খুব খুব ভালো পারফরম্যান্স করেছে। প্রথম থেকেই প্রত্যেকে খুব লড়াকু মনোভাব দেখিয়েছে। আমি ওদের নিয়ে খুব গর্বিত।'
অস্ট্রেলিয়ার বোলারদের খেলা প্রসঙ্গে বলতে গ☂িয়ে তিনি বলেন, 'আমরা এদিন বেশ কয়েকটা খারাপ শট খেলেছি। ক্রিজে আমরা আরও বেশি সময় কাটাতে পারিনি। তার খেসারত আমাদেরকে এই ম্যাচে দিতে হয়েছে। আমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। তবে তা সঠিকভাবে মাঠে প্রয়োগ করতে পারিনি।' টুর্নামেন্ট থেকে কি কি শিখলেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে উদয় সাহারান জানিয়েছেন, 'শুরু থেকে এখনও পর্যন্ত অনেক কিছুই শিখেছি আমরা। কোচিং স্টাফদের থেকেও শিখেছি। ম্যাচ খেলে বাস্তব অভিজ্ঞতা হয়েছে। অনেক কিছুই আমরা শিখেছি। সেই গুলোকে ধরে রাখতে হবে। নতুন ন🅘তুন জিনিস শিখতে হবে। আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে।'
প্রসঙ্গত এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দল। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হর্জস সিং। এছাড়াও রান পেয়েছেন হিউজ ওয়েবগেন (৪৮),অলিভার পিক (৪৬) এবং রায়ান হিকস (২০)। ভারতের হয়ে রাজ লিম্বানি ৩৮ রান দিয়ে তিন উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নিয✱়মিত ব্যবধানে উইকেট হারায় ভারতীয় দল। ফলে প্রথম থেকেই চাপে পড়ে যায় তারা। গুরুত্বপূর্ণ ফাইনালে সেই চাপ আর তারা কাটিয়ে উঠতে পারেননি। ভারতের হয়ে আদর্শ সিং ৪৭,মুশির খান ২২ এবং মুরুগান অভিষেক ৪২ রান করেন। তবে আর কোন ব্যাটার বলার মতন রান করতে না পারার ফলে ৪৩.৫ ওভার🍬ে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে ৭৯ রানে হারতে হল ভারতীয় দলকে।