শুভব্রত মুখার্জি:- আইসিসি আয়োজিত মেয়েদের ওডিআই বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাড়তে চলেছে দলের সংখ্যা। বর্তমানে রয়েছে ১০ টি দল।তা বেড়ে ১১ টি হওয়ার কথা রয়েছে। নতুন দল হিসেবে এখানে যুক্ত হতে চলেছে জিম্বাবোয়ের মেয়েদের দল। ২০২৬-২৯ এই চক্রে যে আইসিসির বিশ্ব ওয়💧ানডে চ্যাম্পিয়নশিপ হবে সেই চক্রের অন্তর্ভুক্ত হবে জিম্বাবোয়ে। এই মাসের শুরুতেই এই বিষয়টি আইসিসি তাদের সমস্ত সদস্যদের জানিয়ে দিয়েছে। এই টুর্নামেন্টটি আদতে আইসিসির মহি🅷লা বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের কোয়ালিফায়ার হিসেবে কাজ করবে। ২০২২-২৫ এই চক্রে যোগ করা হয়েছিল আয়ারল্যান্ড এবং বাংলাদেশ দলকে।
২০১৪ সালে প্রথম শুরু হয়েছিল এই মেয়েদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ।প্রথমবারে খেলা হয়েছিল আট দলীয় টুর্নামেন্ট। প্রথম দুটি সাইকেলে এই টুর্নামেন্ট খেলেছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান൩, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। যা ২০১৭ এবং ২০২২ মহিলা বিশ্বকাপের কোয়ালিফায়ার হিসেবে কাজ করেছিল। প্রথম দুটিই জিতেছিল অস্ট্রেলিয়া দল। আটটি দল নিজেদের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল। হোম এবং অ্যাওয়ে বেসিসে খেলা হয়েছিল সিরিজ। ২.৫ বছর ধরে এই সিরিজগুলো খেলা হয়েছিল। যদিও ভারত বনাম পাকিস্তানের কোন সিরিজ সঙ্গত কারণেই খেলা হয়নি কোনদিন𝐆। যার মধ্যে প্রথম তিনে থাকা দল এবং আয়োজক দল তারা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়।
আরও পড়ুন… Shikhar Dhawan: আঙুল ভেঙে গিয়েছিল, পরে পেনকিলার খেয়ে ১১৭ রান করি- সেরা ইন🙈িংসের কথা জানালেন ধাওয়ান
২০২২-২৫ সাইকেলে এই দল সংখ্যা আট থেকে বাড়িয়ে করা হয় দশ। যেখানে সুযোগ দেওয়া হয় বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দলকে। ক্রমতালিকায় বাংলাদেশ ছিল ১০ নম্বরে এবং আয়ারল্যান্ড ছিল ৯ নম্বরে। এই পর্যায়ে আটটি সিরিজে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে মুখোমুখি হয়েছিল হয়েছে দলগুলো। এবার প্র﷽থম পাঁচে থাকা দলগুলো এবং আয়োজক ভারত সরাসরি ২০২৫ ওডিআই বিশ্বকাপে কোয়া♐লিফাই করবে। বাকি থাকা চারটি দল এরপর ক্রমতালিকায় এরপর থাকা দুটি দলের (বর্তমানে থাইল্যান্ড এবং স্কটল্যান্ড) সঙ্গে লড়াই করবে। এখান থেকে দুটি দল ২০২৫ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
জিম্বাবোয়ে পরের সাইকেলে খেলা শুরু করলে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তান বাদ দিয়ে বাকি সকলেই খেলবে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে। ২০২১ সালে জিম্বাবোয়ের মহিলা দলকে ওডিআই স্ট্যাটাস দ✱েওয়া হয়েছিল♈। এই মুহূর্তে ক্রমতালিকায় তারা রয়েছে ১৪ তম স্থানে। তিনটি অ্যাসোসিয়েট দেশ নেদারল্যান্ডস, থাইল্যান্ড এবং স্কটল্যান্ড তাদের আগে রয়েছে ক্রমতালিকায়। তবে ট্যুরিং অর্থাৎ সফরের খরচ খরচা নিয়মিতভাবে জোগান দেওয়ার পাশাপাশি আইসিসির যেসব অবলিগেসন (টুর্নামেন্ট আয়োজনে) রয়েছে তা পূর্ণ করতে পারবে জিম্বাবোয়ে। আর সেই কারণেই তাদেরকে এই সুযোগ করে দিয়েছে আইসিসি।