‘আমি যদি নিলামে থাকি, তাহলে আমি কি বিক্রিꦐ হব? নাকি হব না? আর (বিক্রি হলে) আমার দাম কত টাকা ✅উঠবে?’
শুক্রবার (ইংরেজি মতে শনিবার) রাত ১২ টা ২৬ মিনিটে আচমকা ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত যে টুইট করলেন, তা হইচ🌸ই পড়ে গেল। বিশেষত সপ্তাহদুয়েক আগেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে দিল্লি ক্যাপিটালসেই থেকে যাচ্ছেন পন্ত। তিনিꦿ চেন্নাই সুপার কিংসে (সিএসকে) যেতে পারেন বলে জল্পনা ছড়ালেও একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে পন্ত দিল্লিতেই থাকছেন। ইতিমধ্যে দিল্লির ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে। তাঁকে রিটেন করা হচ্ছে। আর সেই আবহে পন্তের টুইট নিয়ে কানাঘুষো শুরু হয়েছে যে তাহলে দিল্লি ছেড়ে দিচ্ছেন পন্ত? বিদায় নিচ্ছেন দিল্লি থেকে?
‘মদ খেয়ে ফোন থেকে দূরে থাকবেন’
নেটিজেনদের একা♌ংশ অবশ্য সে বিষয়ে কোনও পাত্তা দিতে চাননি। তাঁদের মতে, মদ্যপানের পরে এমন টুইট করছেন। তেমনই এক নেটিজেন বলেন, ‘ভাই, আপনি যখন মদ্যপান করবেন, তখন দয়া করে টুইটার (এক্স এখন) ব্যবহার করবেন না।’ অপর একজন বলেন, ‘মদ্যপান করার পরে রাতের চিন্তাভাবনা।’
আরও পড়ুন: Rishabh Pant- ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি♊ ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…
একইসুরে আরও এক নেটিজেন বলেন, ‘যখন আপনি মদ্যপান করেছেন, তখন ফোনের থেকে দূরে থাকবেন। টুইটার ব্যবহার করেছেন।’ একজ♔ন আবার সরাসরি বলে দেন, ‘ভাই, দয়া করে পোস্টটা ডিলিট করে দিন।’ একজন আবার খোঁচা দেন যে ‘ไহাউ হাই আর ইউ স্যার? (কতটা মদ্যপান করেছেন?)’
‘নিলামের সব রেকর্ড ভেঙে যাবে’, দাবি অনেকের
অনেকে অবশ্য সেইসব কিছু বলেননি। রিটেনশনের পরিবর্তে পন্তকে যদি ছেড়ে দেওয়া হয় এবং তাঁর নাম যদি আইপিএলের নিলামে থাকে, তাহলে ভারতীয় দলের তারকা উইকেটকিপারের দাম কত উঠবে, তা নিয়ে আলোচনা করতে থাকেন নেটিজেনদের একাংশ। তাঁরা নিজেদের মতামত দিতে থাকেন। এক নেটিজেন বলেন, ‘নিশ্চিতভাবে ২০ কোটি টাকার বেশি। কোনও সন্দেহ নেই।’ একইসুরে অপর এক ন✨েটিজেন আবার সেই দামও ছাড়িয়ে যান। তিনি দাবি করেন, ২২ কোটি টাকার বেশি দর উঠবে। কেউ-কেউ আবার বলতে থাকেন যে নিলামের সব রেকর্ড ভেঙে যাবে।
‘আপনি অমূল্য, আপনার কোনও দাম হয় না'
কেউ-কেউ আবার পন্তের ক্যারিশমায় পুরোপুরি মজে থেকে বলেছেন যে ‘আপনি অমূল্য। আপনার কোনও দাম⛦ হয় না। আপনি লেজেন্ড।’ একজন আবার বলেন, ‘আশা করছি যে এটা কোনও প্রচারের অংশ। এটা কোনও স্টান্ট। আমি কয়েকজনকে চিনি। আপনি যদি দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেন, তাহলে তাঁরা মারাত্মক হতাশ হয়ে পড়বেন।’
আরও পড়ুন: India vs Australia: কোহলি নয়, স্লেজিং ‘কিং’ ঋষভ পন্ত;🍸 এক বাক্যে স্বীকার অস্ট্রেলিয়ার ক্𒁃রিকেটারদের
শেষপর্যন্ত কোনটা ঠিক, তা পন্ত নিজেই বলতে পারবেন। এমনিতেও পন্ত যেমন ছেলে, স্রে💝ফ মজা করার জন্যই সেই টুইট করতে পারেন বলে মত সংশ্লিষ্ট মহলের।