সম্প্রতি টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তারপরই ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কেমন চাপ ছিল সেদিন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে? কোন সিক্রেটে ম্যাচ জয়? কপিল শর্মা শোয়ে গিয়ে সেই বিষয়ে জা✃নালেন তিনি। রোহিত ফাঁস করেন কীভাবে ঋষভ পন্তের ‘চোটের নাটক’ সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের ছন্দ পতনে সাহায্য করেছিল। এই বছরের জুন মাসে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত, সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ নিজেদে🧔র দখলে করে। লড়াই ছিল হাড্ডাহাড্ডি। একটা সময় ৩০ বলে কম-বেশি ৩০ রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। রোহিত জানান, সেই সময় ঋষভ এগিয়ে আসেন এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনোসংযোগ নষ্ট করেন।
রোহিত শর্মা এই তরুণ ভারতীয় উইকেটকিপারের প্রশংসা করেন। তিনি জানান, ঋষভের সেই ‘চোটের নাটক’ করার পর ২ ওভারের মাথায় আউট হয়ে যান বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকা হেনরিখ ক্লাসেন। রোহিত বলেন, ‘সাউথ আফ্রিকার হাতে সেই সময় অনেক উইকেট ছিল। আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম, ভয়ও পাচ্ছিলাম। কিন্তু একজন অধিনায়ক হিসেবে কখনই তা প্রকাশ করা যায় না। যখন ৩০ বলে কম বেশি ৩০ রান বাকি থাকে তখন চাপ অনুভব স্ব♈াভাবিক, কিন্তু সেই সময় ছোট একটা ব্রেক হয়েছিল’।&nbs🌃p;
রোহিত আরও বলেন, ‘ঋষভ পন্ত নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার 🎐করে খেলা থামিয়েছিল। আমি ফিল্ডিং সাজাচ্ছিলাম, দেখি ও হাঁটুতে কিছু সমস্যা হচ্ছে বলে মাটিতে শুয়ে পড়েছে, ফিজিও এসে টেপ জড়াচ্ছে। সেই সময় ব্যাটসম্যানরা চাইছিল, দ্রুত বল করা হোক, কারণ তারা ফ্লোয়ের মধ্যে ছিল। যত তাড়াতাড়ি রান আসে, ততই🎉 ভালো মনে হচ্ছিল ওদের। আর আমাদের তাদের ছন্দপতন ঘটানোর প্রয়োজন ছিল।’
শেষে ভারতের অধিনায়ক হেসে বলেন, ‘ঋষভ বুদ্ধির ব্যবহার করেছে এবং হতে পারে ভারত সেই কারণে ম্যাচ জিতেছে। সেটা নাও হতে পারে।’ এই ব্রেকের পরে ১৭ তম ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই আউট হয়ে যান ক্লাসেন। সেই ওভারেও মাত্র ৪ রান দেওয়া হয়। ১৮ তম ওভার করেন বুমরাহ, তিনি ২ রান দিয়ে আউট করেন মার্কো জানসেনকে। ১৯ তম ওভার করেন আর্শদীপ সিং,🐓 তিনি মাত্র ৫ রান দেন। এদিনের কপিল শর্মা শোয়ে আর্শদীপও উপস্থিত ছিলেন। এরপর শেষ ওভার করতে আসেন হার্দিক। প্রথম বলেই তুলে মারেন ডেভিড মিলার। কিন্তু বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। ৭ রানে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপ নিজেদের নামে করে নেন রোহিত-ঋষভ-হার্দিকরা।