শুভব্রত মুখার্জি: চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠিত𝕴 হবে টি ২০ বিশ্বকাপ। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অ🐲নুষ্ঠিত হবে এবারের টি-২০ বিশ্বকাপ। তার আগেই কিছুটা হলেও সুখবর এল পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের জন্য। হঠাৎ করেই নিয়েছিলেন অবসর পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। এবার সেই অবসর ভেঙে ফেরার কথা জানালেন স্পিন বোলিং অলরাউন্ডার কাম হার্ডহিটার ক্রিকেটার ইমাদ ওয়াসিম। দীর্ঘদিন আইসিসি ট্রফি জেতেনি পাকিস্তান দল। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে তাই ইমাদ ওয়াসিমের ফিরে আসাটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানকে।
আরও পড়ুন… PBKS vs DC Live score IPL 2024: দিল্লিকে চার উইকেটে হারিয়༺ে ২ পয়েন্ট পেল পঞ্জাব
পাশাপাশি ইমাদ সদ্য শেষ হওয়া পিএসএলে দুর্দান্ত ফর্মে ছিলেন। পাকিস্তান ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলে তাঁর দল ইসলামাবাদ ইউনাইট💙েড চ্যাম্পিয়ন হয়। সেই শিরোপা জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পিএসএলের শেষ দিকে ইমাদ ওয়াসিম তাঁর দল ইসল🅠ামাবাদ ইউনাইটেডকে টানা ৪ কার্যত নক আউট ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে জিতিয়েছেন। যার মধ্যে আবার তিনটিতেই ম্যাচ সেরা হয়েছেন তিনি। তারপরেই একটা অংশ থেকে দাবি ওঠে ইমাদ ওয়াসিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর। সেই দাবিকেই শেষ পর্যন্ত মান্যতা দিয়েছেন ইমাদ ওয়াসিম। ফিরিয়ে নিয়েছেন নিজের অবসর।
পিএসএলের শিরোপা জয়ী ইসলামাবাদের অধিনায়ক শাদাব খানও ইমাদের অবসর ভেঙে ফিরে আসার প্রয়োজনীয়তার বিষয়টি বলেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ইমাদের সঙ্গে তাঁর অবসর ভেঙে বিষয়টি নিয়ে উদ্যোগী হ♒য়। ইমাদের সঙ্গে পিসিবির কর্মকর্তাদের এক বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেই পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের জন্য সুখবর দিয়েছেন ইমাদ ওয়াসিম।অবসর ভেঙে পাকিস্তান দলে ফেরার খবরটি দিয়েছেন সোশ্যাল মিডিয়া এক🌌্সে।
ইমাদ ওয়াসিম লিখেছেন, ‘পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমি এই কথা বলতে পারি যে আমার অবসরের বিষয়টি পুনর্বিবেচনা করে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ টি ২০ বিশ্বকাপের আগে আমি এই সংস্কর♚ণে পাকিস্তানের ক্রিকেটে আমার ফেরার বিষয়টি নিশ্চিত করছি। আমার প্রতি পিসিবি যে আস্থা রেখেছে তাঁর কারণে তাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য ভালো করতে আমি নিজের সেরাটা উজাড় করে দেব। পাকিস্তান আমার কাছে সবার আগে।’