বর্ডার-গাভাসকর ট্রফির মতো বড় সিরিজের আগে নিউজিল্যান্ডের কাছে হোয়াইওয়াশ হওয়া ভারতের মনোবলে ধাক্কা দেবে নিশ্চিত। সেদিক থেকে ঘরের মাঠে রোহিতদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার বাড়তি সুবিধা হবে সন্দেহ নেই। তবে অজি পেসার জোশ হেজেলউডের ভয় অন্য বিষয়ে। তিনি সিরিজ শুরুর আগেই নিজের দলকে সতর্ক করছেন এই♔ বলে যে, কিউয়িদের কাছে হারের জ্বালা মেটাতে ভারত নিশ্চিতভাবেই টার্গেট করবে বর্ডার-গাভাসকর ট্রফিকে। সুতরাং, তাঁদের নিশ্চিন্ত🍬 হওয়ার কোনও অবকাশই নেই।
হেজেলউড মনে করছেন, নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কা ভারতের ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলতে পারে। সুতরাং, বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিতদের মরিয়া হয়ে লড়াই চালাতে দেখা য﷽েতে পারে। এক্ষেত্রে ভারতী🧜য় দলকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।
হেজেলউড অবশ্য ভ🔯ারতকে তাদের ঘরের মাঠে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার জন্য নিউজিল্যন্ড দলের ভূয়সী প্রশ♑ংসা করেন। তিনি বিস্তর কৃতিত্ব দেন কিউয়িদের। কেননা অজি তারকা জানেন ভারতকে তাদের ঘরের মাঠে হারানো কতটা কঠিন।
হেজেলউড বলেন, ‘এটা (নিউজিল্যান্ডে꧑র কাছে হোয়াইটওয়াশ হওয়া) ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলতে পারে। সুতরাং, আগেভাগে কিছু বলা যায় না। ৩-০ ব্যবধানে সহজে জেতার থেকে ০-৩ ব্যবধানে হারটা হয়তো ওদের (ভারতের) পক্ষে ভালো ভালো হয়েছে। যদিও এতে ওদের মনোবলে ধাক্কা লাগতে পারে। ভারতীয়🅠 দলের অনেকে এখানে (অস্ট্রেলিয়ায়) আগে খেলে গিয়েছে। কয়েকজন প্রথমবার খেলতে নামবে। সুতরাং, কী হতে পারে, সেই বিষয়ে ওরাও একটু অনিশ্চয়তায় থাকবে।’
হেজেলউড আরও বলেন, ‘ সুতরাং, ভারতের হোয়াইটওয়াশ হওয়া নিয়ে লাফালাফি করার কিছু নেই। হতে পারে এই ফলাফল আমাদের জন্য ভালো। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের এর জন্য কৃতিত্ব দিতেই হবে। ওরা অসাধারণ ক্রিকেট খেলেছে। ভারতে গিয়ে ৩-০ সিরিজ জেতা অবিশ্বাস্য বিষয়। ওখানে গিয়ে 𒉰একটি ম্যাচ জিততেই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তার উপর সিরিজের সব ম্যাচ জেতার কথা ভাবাই যায় না।’
উল্লেখ্য, ৫ ম্যাচের মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। ফলে ধাক্কা খায় ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেꦺর শীর্ষস্থান খোয়ায়। নিউজিল্যান্ড ভারতকে সিংহাসন থেকে টেনে নামানোয় সুবিধা হয় অস্ট্রেলিয়ার। তারা টেস্ট✨ চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে উঠে আসে।