শুভব্রত মুখার্জি: লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে ইংল্যান্ডের নয়া ব্যাজবল স্ট্র্যাটেজির ক্রিকেট নজর কেড়েছে সকলের। সেই ব্যাজবল স্ট্র্যাটেজি রাজকোটে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে কাজ করলেও, এই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তা কার্যত মুখ থুবড়ে পড়েছে। বলা যায় রাজকোট টেস্টে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল হয়েছে ব্ꦅরিটিশরা। বেন স্টোকস বাহিনীর বিরুদ্ধে ভারতকেই দেখা গিয়েছে কার্যত এই ব্যাজবল ঢঙে ব্যাট করতে। ভারতীয় ব্যাটারদের বেদম পিটুনিতে একেবারে দিশেহারা অবস্থা ছিল ইংল্যান্ড বোলারদের। কতটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয়েছিল জেমস অ্যান্ডারসনদের, তা একটা ছোট পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। যেখানে ৭০ বছর পরে টেস্টে লজ্জার নজির গড়ে ফেলেছে ইংল্যান্ড দল।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধেইꦆ পরপর দুই টেস্টে সেঞ্চুরি, কোহলির রেকর্ড স্পর্শ করলেন 🅷যশস্বী
কী সেই নজির? কেনই বা সেই নজিরকে লজ্জার নজির বলা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক বিষয়টি। সদ্য শেষ হওয়া রাজকোট টেস্টে প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৪৫ রান। দ্বিতীয় ইনিংসে ভারত ৪ উইকেটে ৪৪০ রান করে ডিক্লেয়ার করে দেয় ইনিংস। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ভারতীয় দল মোট ৮৭৫ রান করেছে। ১৯৫৪ সালের পরে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে সব থেকে বেশি রান হজম করার লজ্জার নজির গড়েছে ইংল্যান্ড ♈দল। ১৯৫৪ সালে ওয়েস্ট ইন্ꦏডিজের বিরুদ্ধে তারা সব থেকে বেশি রান দেওয়ার লজ্জার নজির গড়েছিল। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ক্যারিবিয়ান দল করেছিল ৮৯৩ রান। পাশাপাশি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতেরও এটি তৃতীয় সর্বোচ্চ রান।
আরও পড়ুন: ব্যাজবল জমানায় প্রথম বার ডিক্লেয়ার, ১৫ বছর পর দুই ইনিংসেই ৪০০ পার, ঝামা ঘ﷽🃏ষে দিলেন রোহিতরা
টেস্টের দুই ইনিংস মিলিয়ে ভারত ২০০৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রান করেছিল। ডিসেম্বর মাসে খেলা সেই টেস্টে ভারতীয় দল মোট ৯১০ রাꦡন করেছিল। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ২০০৪ সালের ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্ট। এই টেস্টে ভারতীয় দল সিডনিতে অজিদের বিরুদ্ধে করেছিল ৯১৬ রান। প্রসঙ্গত রাজকোটে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয়ে যায়। জোড়া শতরান করেন রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। এছাড়াও অর্ধশতরান করেছেন সরফরাজ খান। ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৩০ রানে ডিক্লেয়ার করে। এই ইনিংসে ভারতের হয়ে অনবদ্য দ্বিশতরান করেছেন যশস্বী জ🍰সওয়াল। এছাড়াও অর্ধশতরান করেছেন শুভমন গিল এবং সরফরাজ খানও। ফলে দিনের শেষে ভারত ৪৩৪ রানের বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করেছে।