শুক্রবার রাঁচিতে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে ভারত জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিত𝐆ে পারে। এই সিরিজে🐭র পিচের গতিপ্রকৃতি অনুযায়ী, মূলত স্পিনাররা কিছুটা বেশি সুবিধে পেয়েছেন। তার পরেও বুমরাহ ১৩.৬৫-এর অনবদ্য গড়ে ১৭টি উইকেট নিয়ে ফেলেছেন। আপাতত সিরিজে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারীর তালিকায় তিনে শীর্ষে রয়েছেন।
এখনও পর্যন্ত সিরিজের তিনটি ম্যাচ মিলিয়ে বুমরাহ ৮০.৫ ওভার বোলিং করেဣছেন, যা ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ব🃏েশি। আর তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই রাঁচি টেস্টে তাঁকে বিরতি দেওয়ার ভাবনাচিন্তা চলছে। তবে বুমরাহের বদলে কে খেলবেন?
ভারত এখনও পর্যন্ত সিরিজে দুই-সিমার, তিন-স্পিনারের সমন্বয় বজায় রেখেছে। এবং এই সমন্বয় 🍎ধরে রেখেই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানে হারানোর পর, তৃতীয় টেস্টে ৪৩৪ রানের রেকর্ড জয় ছিনিয়ে নিয়েছে ভারত। বুমরাহকে যদি বিশ্রামে পাঠানো হয়, আকাশ এবং মুকেশের মধ্যে একজন রাঁচিতে মহম্ম🤡দ সিরাজের সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে দলে ঢুকবেন।
আরও পড়ুন: প্রতিদিন ৫০০ করে বল খেলেছেন, স্পিনের বিরুদ্ধে অভিজ্ঞ♈তা অর্জন করতে ১৬০০ কিমি সফর করেছেন সরফরাজ
ভাইজ্যাগে সেভাবে নজর কাড়তে না পারার কারণে, তৃতীয় টেস▨্টের আগে মুকেশকে ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়। ভাইজ্যাগে মুকেশ দুই ইনিংস মিলিয়ে ৭০ রানে ১ উইকেট নিয়েছিলেন। তবে মুকেশ বাংলার হয়ে রঞ্জি খেলতে নেমেকলকাতার ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে ক্যারিয়ারের সেরা পরিসংখ্যান করে ৫০ রানে ১০ উইকেট তুলে নেন।
প্রসঙ্গত, বিহারের🐓 বিরুদ্ধে বাংলা রঞ্জির লিগ পর্বের শেষ ম্যাচ খেলেছে। আর এই ম্যাচে মুকেশের পারফরম্যান্সের ভিত্তিতে হয়তো তাঁকে ফের একাদশে ফেরানো হতে পারে। অথবা আকাশকে তাঁর প্রথম আ💮ন্তর্জাতিক ক্যাপ তুলে দিয়ে কিছুটা সাহসী সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি আকাশ ভারতের ‘এ’ দলের হয়ে দু'টি ম্যাচে ১১ উইকেট তুলে নিয়েছে, যার মধ্যে দু'টি চার উইকেট রয়েছে।
আরও পড়ুন: অকারণেই আইপিএল থেকে নাম 🃏প্রত্যাহার অ্যাটকিনসনের, চাপ না নিয়ে 🌸আগেভাগেই বদলি ঠিক করে ফেলল KKR
ভারত অবশ্য তাদের কৌশল পরিবর্তন করতে পারে এবং অতিরিক্ত স্পিনার খেলাতে পারে। তৃতীয় টেস্ট ব্যতীত ভারতীয় দলে দ্বিতীয় সিমারের ব্যবহার সীমিত করা হয়েছে। হায়দরাবাদে প্রথম টেস্টে সিরাজ মাত্র ১১ ওভার বল করেছিলেন। যেখানে মুকেশ দ্বিতীয় টেস্টে ১২ ওভার বল করেছিলেন। রাঁচিতে একজন পেসার খেলানো হয়, তবে ভারত রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে নিয়ে বিদ্যমান স্পিন লাইনআꦆপের সঙ্গে একাদশে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে নিতে পারে।