শুভব্রত মুখার্জি: বৃহস্পতিবার থেকে ধরমশালাতে শুরু হয়েছে পঞ্চম টেস্ট। প্রথম দিনের শেষে নিঃসন্দেহে অ্যাডভান্টেজে রয়েছে ভারত। দিনের শুরুটা খুবই ভালোভাবে করেছিল ইংল্যান্ড দল। একটা সময়ে ইংল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১৭৫ রান। সেখান থেকেই ব্যাটিং বিপর্যয় ঘটে তাদের। মাত্র ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড দল। আর ইংল্যান্ডকে ধরাশায়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতীয় স্পিনাররা। কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার স্পিন ছোবলে দিশেহারা দেখায় ইংল্যান্ড ব্যাটারদের। দুরন্ত বোলিং করেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। ইংল্যান্ডের ব্যাটিংয♔়ের বিপর্যয়ের শুরু তাঁর হাত ধরেই। আর দিন শেষে নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে কুলদীপ জানিয়েছেন বোলিং নিয়ে তিনি এখন অনেক বেশি পরিণত।
এদিন ধরমশালাতে রবিচন্দ্রন অশ্বিন তাঁর কেরিয়ারের ১০০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচেই কুলদীপ যাদব দুরন্ত বোলিং করেছেন। তিনি মাত্র ৭২ রান দিয়ে নিয়েছেন পাঁচট💮ি উইকেট। নিজের ১০০ তম টেস্টে অশ্বিন পেয়েছেন চারটি উইকেট। আর এই স্পিন জুটির অনবদ্য বোলিংয়ে মাত্র ৫৭.৪ ওভারেই এদিন ইংল্যান্ডকে অল আউট করে দিয়েছে ভারতীয় দল।
আরও পড෴়ুন… শুরু হয়ে গেল দলবদলের খেলা! মোহনবাগান ছেড়🥀ে চেন্নাইয়িন এফসির পথে কিয়ান নাসিরি- রিপোর্ট
দিনের খেলা শেষে তাদের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কুলদীপ যাদব জানিয়েছেন, ‘আমার বোলিং নিয়ে আমি আগের থেকে অনেকটাই বেশি পরিণত। ব্যাটার আক্রমণাত্মক খেললেও আমি আমার মাথা ঠান্🌌ডা রাখতে জানি। নিজের উপর আমার আত্মবিশ্বাস রয়েছে। আমি জানি সঠিক লাইন এবং লেন্থে বল করতে পারলে আমি ব্যাটারদের আউট করতেই পারব। আমি এখন আমার খেলাটাকে অনেক বেশি ভালো করে বুঝি। আমি এখন আরও বেশি করে জানি উইকেটকে ভালো করে কীভাবে পড়তে হয়।’
আরও পড়ুন… প্যারিস অলিম্পিক গে🧔মসের আগেই আন্তর্জাতিক ব্যাডমিন্ꦆটন থেকে অবসর নিলেন বি সাই প্রণীত
২৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের ২০১৭ সালে অস্ট🍰্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল কুলদীপের। ধরমশালাতেই অভিষেক হয়েছিল কুলদীপের। আর সেই ভেন্যুতেই দুরন্ত পারফরম্যান্স করলেন কুলদীপ যাদব🌃। এদিন ইংল্যান্ড একটা সময়ে ব্যাট হাতে বেশ ভালো জায়গায় ছিল। তার কারণ একটা সময়ে বেন স্টোকসদের স্কোর ছিল ৩ উইকেটে ১৭৫ রান। সেখান থেকে মাত্র ২১৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড দল। ব্যাক হাতে জবাব দিতে গিয়ে দিন শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৩৫ রান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং শুভমন গিল।