যশস্বী জয়সওয়াল পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম তুলে ফেলেছেন। ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টে ২০৯ রান করেছিলেন। আর রাজকোটে তৃতীয় ম্যাচে ২৩৬ বলে অপরাজিত ২১৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। যশস্বীর ইনিংসের হাত ধরেই রাজক🍎োটে ইংল্যান্ডকে ৫৫৭ রানের লক্ষ্য দেয় ভারত। তবে বেন স্টোকস বাহিনী মাত্র ১২২ রানে অল আউট হয়ে যায়। এবং ভারত ৪৩৪ পানের রেকর্ড জয় পায়।
ম্যাচ🅘ের পরে অনিল কুম্বলের সঙ্গে যশস্বী জয়সওয়াল আলাপচারিতায় মেতে ওঠেন। তখন ভারতের প্রাক্তন স্পিনার যশস্বীকে অনুরোধ করেছেন, তিনি যেন লেগ স্পিন করা বন্ধ না করেন। 💦স্পিন বোলিং চালিয়ে যাওয়ার জন্য তাঁকে অনুপ্রাণিত করেন কুম্বলে। এবং যশস্বীকে অধিনায়ক রোহিত শর্মার কাছে গিয়ে কুম্বলে বলতে বলেন, যেন তাঁকে কিছু ওভার করে বোলিং করতে দেন।
আরও পড়ুন: মুকেশের কাঁটা এখন তাঁরই রঞ্জি টিমের সতীর্থ, 🌌চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে বাংলার আকাশ 🦄দীপের
কুম্বলে জিও সিনেমাতে জয়সওয়ালকে বলেন, ‘তুমি দুরন্ত ব্যাটিং করেছ। কিন্তু একটা বিষয় যা আমি দেখেছি এবং আমি চাই, তুমিও বল করা চালিয়ে যাও। তোমার একটা স্বাভাবিক লেগ সಞ্পিন আছে। তাই এটা ছেড়ে দেবে না। কারণ তুমি নিজেও জানো না, এটা কখন কাজে চলে আসবে। জানি, তোমার পিঠে চোট রꦡয়েছে, এটা নিয়ে তুমি অনেক কাজও করছ। তবে তুমি অধিনায়ককে কয়েক ওভার বোলিং করতে দিতে বলবে।’
যার উত্তরে জয়সওয়াল বলেন, ‘আমি সব সময়ে বল করতে চ🐟া🌠ই। তিনি (রোহিত) আমাকে প্রস্তুত থাকতে বলেছে এবং আমি বলেছি, হ্যাঁ আমি প্রস্তুত।’
২২ বছর বয়সী ওপেনার রাজকোট টেস্টে এক ইনিংসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ছক্কা (১২) মারার রেকর্ড করেছেন। জয়সওয়াল বলেছেন,𝓡 ‘টেস্ট ক্রিকেট🅘 কঠিন। কিন্তু আমার ঠিকই করেছিলাম, যখন সুযোগ থাকব, তখন আমার ১০০ শতাংশ দেব। আমি শুধু চেষ্টা করছি। যখনই আমার হাত সেট হয়ে যায়, আমি এটিকে বড় ইনিংসে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
তিনি আরও যোগ করেছেন, ‘এটা আমার জন্য বেশ কঠিন ছিল। কারণ প্রথ꧒ম দিকে আমি রান পাচ্ছিলাম না। তাই কিছুটা সময় লেগে গিয়েছিল সেট হতে।আর সেট হওয়ার পর অনুভব করি যে, আমি রান করতে পারব। কিছুক্ষণ পর আমার পিঠে সমস্যা হচ্ছিল। আমি চাইনি, মাঠের বাইরে যেতে। কিন্তু যেহেতু খুব বেশি সমস্যা করছিল, তাই আমি বাইরে ✤যেতে বাধ্য হয়েছিলাম। তার পর ব্যাট করতে নেমে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে, খেলাটি এগিয়ে নিয়ে যাব এবং শেষ পর্যন্ত ব্যাট করব।’