শুভব্রত মুখার্জি:- ঝাড়খন্ডের রাজধানী শহর তথা মহেন্দ্র সিং ধোনির জন্🧔মশহর রাঁচিতে চলছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। ইতিমধ্যেই দুই দিনের খেলা হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে রীতিমতো ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের স্পিনারদের দাপটে সমস্যায় পড়ে গিয়েছে ভারতীয় ব্যাটাররা। এই টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে দেখা যায় এক অদ্ভুত চিত্র। বিসিসিআইয়ের হয়ে ধারাভাষ্🍸যকার হিসেবে কর্মরত ভারতীয় ধারাভাষ্যকাররা এবং টিভি ক্রুর সমস্ত সদস্য এদিন মাঠে কালো আর্মব্যান্ড পরেছিলেন।
সাধারণত এই কালো আর্মব্যান্ড পড়া হয় কোন প্রখ্যাত ব্যক্তি, প্রাক্তন ক্রিকেটার-বর্তমান ক্রিকেটারের মৃত্যু ঘটলে অথবা কোন খারাপ ঘটনা ঘটলে। তেমনটাই ঘটে গিয়েছে বিসিসিআইয়ের প্রোডাকশন দলের সঙ্গে। তাদে🌠র দীর্ঘদিনের সঙ্গী ক্যামেরাম্যান কমলানাদিমুতু থিরুভাল্লুভান শেষ ন🃏িঃশ্বাস ত্যাগ করেছেন শনিবার। আর তাঁর স্মৃতির উদ্দেশ্যে এদিন বিসিসিআইয়ের প্রোডাকশন দলের অন্তর্ভুক্ত সকলে অর্থাৎ ধারাভাষ্যকার, টিম ক্রুর সকল সদস্য এদিন কালো আর্মব্যান্ড পরেই মাঠে উপস্থিত হয়ে ম্যাচ কভার করেন।
রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ ꦬটেস্টের তৃতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে
প্রথমদিকে এই ঘটনার সঠিক কারণ বা কোন ব্🍬যাখ্যা বিসিসিআইয়ের তরফে দেওয়া হয়নি। তবে পরবর্তীতে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে বিষয়টি বিস💙্তারিত জানানো হয়। বলা হয় তাদের আদরের থিরুর অকাল প্রয়াণের জন্য তারা তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য থিরু সদ্য চালু হওয়া ডব্লুপিএলের দ্বিতীয় মরশুমের প্রথম ম্যাচেই বিসিসিআইয়ের হয়ে ক্যামেরাবন্দি করেন গোটা ম্যাচ। আর তারপরের দিনেই ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন সকলেই।
আরও পড়ুন:- ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি সেঞ্চুরি, সেরা🦋 ১০-এর মগডালে জো 𝐆রুট
থিরু দীর্ঘদিন বিসিসিআইয়ের প্রোডাকশন দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা সকলের কাছে শিক্ষণীয়। তাই তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া বিসিসিআই পরিবারে। বিসিসিআইয়ের তরফে তাদের ✨এক্স হ্যান্ডেলে থিরুকে সম্মান জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা হয়, 'বিসিসিআইয়ের প্রোডাকশন ক্রুরা কালো আর্মব্যান্ড পড়েছে থিরুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে। উনি গতকালকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। থিরুর আত্মীয় স্বজন,পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। বিসিসিআইয়ের তরফে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে।' থিরু তাঁর শেষ ম্যাচে বেঙ্গালুরুতে ডব্লুপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কভার করেন।