আইপিএল ২০২৫-এর পরে একদিকে যেমন রোহিত শর্মারা ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইং🌠ল্যান্ড সফরে উড়ে যাবেন, ঠিক একই সময়ে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবেন হরমনপ্রীত কৌররা। অর্থাৎ, নতুন বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট সিরিজ চলবে কার্যত সমান্তরালে।
২০২৫𝐆-এর ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-২০ ও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতের ম🅘হিলা ক্রিকেট দল। প্রথমে খেলা হবে টি-২০ সিরিজ। শেষে খেলা হবে ওয়ান ডে সিরিজ। ভারতের ছেলেদের টেস্ট সিরিজ শুরু হবে ২০ জুন থেকে। তবে মেয়েদের টি-২০ সিরিজ শুরু হবে ২৮ জুন থেকে। সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে।
১ জুলাই ব্রিস্টলে খেলা হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ৪ জুলাই ওভালে খেলা হবে তৃতীয় টি-২০। ম্যাঞ্চেস্টার ও বার্মিংহ্যামে খেলা হবে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-২০। এ𒊎ই ২টি 🅠ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১২ জুলাই।
টি-২০ ও ওয়ান ডে সিরিজের মাঝে কার্যত কোনও বিশ্রাম নেই। দিন দু'য়েকের ব্যবধানেই শুরু হয়ে যাবে ভারত-ইংল্যান্ড মহিলা ওয়ান ডে সিরিজ। ১৬ জুলাই সাউদাম্পটনে খেলা হবে সিরিজের প্রথম ওয়ান ডে। ১৯ জুলাই ঐতিহ্যের লর্ডস 💦ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। ২২ জুলাই চেস্টার লে স্ট্রিটের তৃতীয় ওয়ান ডে দিয়ে ইং🧜ল্যান্ড সফর শেষ করবেন হরমনপ্রীত কৌররা।
২০২৫-এর ইংল্যান্ড সফরে কোনও টেস🌱্ট ম্যাচ খেলবে না ভারতের মহিলা ক্রিকেট দল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে নিশ্চিত ꦺকরা হয়েছে যে ২০২৬ সালে একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। মেয়েদের সেই টেস্ট ম্যাচটি আয়োজিত হবে লর্ডসে। ক্রিকেটের মক্কায় সেটিই হবে মেয়েদের প্রথম টেস্ট ম্যাচ।
ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের মহিলা টি-২০ সিরিজের সূচি
প্রথম♐ টি-২০: ২৮ জুন ২০২𓄧৫, ট্রেন্ট ব্রিজ (নটিংহ্যাম)।
দ্বিতীয় টি-২০: ১ জুলাই 🍌২০২৫, সিট ইউনিক স্টেডিয়াম, (ব্রিস্টল)।
তৃতীয় টি-২০: ৪ জুলাই ২০২৫, দ্য কিয়া ওভাল (লন্ডন)।
চতুর্থ টি-২০: ৯ জুলাই ২০২৫, ওল্ড ট্র্🎃যাফোর্ড (ম্যাঞ্চেস্টার)।
পঞ্চম টি-২০: ১২ জুলাই ২০২৫, এজꦇবাস্টন (বার🍒্মিংহ্যাম)।
ভারত-ইংল্যান্ড ৩ ম্যাচের মহিলা ওয়ান ডে সিরিজের সূচি
প্র✅থম ওয়ান ডে: ১৬ জ♈ুলাই ২০২৫, হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন)।
দ্বিতীয় ওয়ান ডে: ১৯ জুলাই ২০২৫, লর্ডস (লন্ডন)।
তৃতীয় ওয়ান ✃ডে: ২২ জুলাই ২০২৫, রিভ♓ারসাইড, চেস্টার লে স্ট্রিট।