বৃহস্পতিবার অর্থাৎ ২৫ জানুয়ারি, শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। হায়দরাবাদে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই শিবির। একদিকে যখন টিম ইন্ডিয়া নিজেদের দাপট বজায় রাখতে চাইবে। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য হবে ঘুরে দাঁড়ানো। ইতিমধ্যেই, দুই দলের কয়েকজন ক্রিকেটার নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন এই সিরিজকে ঘিরে। তবে এবার এই সিরিজকে নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার পেস তারকা জসপ্রীত বুমরাহ। 'দ্য গার্ডিয়ান'এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি দাবি করলেন যে ইংল্যান্ডের ব্যাজবল ক্রিকেট তাঁকে সাহায্য করবেন অজস্র উইকেট নিজের ঝুলিতে তুলতে। এখানেই শেষ নয়, তিনি আরো জানিয়েছেন যে ইংল্যান্ড গোটা ক্রিকেট বিশ্বকে দেখিয়েܫছে ভিন্ন একটি পদ্ধতি টেস্ট খেলার।
পেস তারকা বলেন, 'দেখুন ওটা ব্যাজবল ক্রিকেট কিনা সেটা আমি বলতে পারব না। তবে আমি একটা জিনিস বলতে চাই যে বিগত কয়েক বছর ধরে ওরা দারুণ ক্রিকেট খেলছে। বিশেষ করে বিপক্ষ দলগুলির বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে ময়দানে নামছে। ওরা সকলকে দেখিয়েছে, কিভাবে একটি অন্য পদ্ধতিতে টেস্ট খেলা যায়। কিন্তু একজন বোলার হিসেবে আমি মনে করি যে ওটাই আমায় খেলায় লেগে থাকতে সাহায্য করবে। তবে ওরা যদি সত্যিই নেমেই মারমুখি হওয়ার চেষ্টা করে তাহলে সুবিধাটা෴ আমারই হবে। আমিই দিনের শেষে বেশি করে উইকেট তুলতে পারব।'
পাশাপাশি, বুমরাহ আরও জানিয়েছেন যে পরিস্থিতি যেমন হোক না কেন, বোলার হিসেবে তাঁকে সর্বদাই সজাগ থাকতে হবে ম্যাচ চলাকা꧙লীন। তিনি বলেন, 'দেখুন ওরা যেমনভাবে খেলার তেমনভাবেই খেলবে। তবে আমি প্রতিটা ম্যাচে এটাই ভাবি যে কি করে পরিস্থিতির ফায়দা তুলবো। কিভাবে আরও বেশি করﷺে উইকেট তুলতে পারব। কিন্তু দিনের শেষে ওরা যদি সেই রকম ক্রিকেট খেলে আমি ওদের ধন্যবাদ জানাতে চাই। তবে, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাচে আমাকে সবসময় সজাগ থাকতে হবে।'
প্রসঙ্গত, ইংল্যান্ডের ব্যা♏জবল ক্রিকেট নিয়ে এর আগে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়া তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারও। তিনি জানিয়েছিলেন যে ইংল্যান্ড যেরকমই ক্রিকেট খেলুক না কেন, টিম ইন্ডিয়া নিজেদের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে এবং পরিস্থিতি বুঝে খেলবে। এবার দেখার বিষয় যে ইংল্যান্ড সফল হয় কিনা ব্যাজবল ক্রিকেট খেলতে।