এই মুহূর্তে ধ💞রমশালায় চলছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ইতিমধ্♍যেই, ব্যাকফুটে চলে গিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে তারা পরিকল্পনা অনুযায়ী একেবারেই বড় রান তুলতে পারেনি বোর্ডে। ২১৮ রানে অলআউট হয়ে যায় তারা। সৌজন্যে ভারতীয় স্পিনারদের দাপুটে বোলিং। কুলদীপ যাদব নেন ৫টি, রবিচন্দ্রন অশ্বিন ৪টি এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট। তেমনি ব্যাট হাতেও এই মুহূর্তে বিধ্বংসী ইনিংস খেলছেন ভারতীয় ব্যাটাররা। বড় ব্যবধানের লিড নিয়ে নিয়েছে তারা।
ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত। 🌠ফলে এই টেস্ট দুই দলের কাছেই নিয়মরক্ষার। তবে এই টেস্ট রবিচন্দ্রন অশ্বিনের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি শততম টেস্ট খেলতে নেমেছেন। শুধু অশ্বিন একা শততম টেস্ট খেলতে নামেননি, একই সঙ্গে তারকা ব্যাটার জনি বেয়ারস্টোরও শততম টেস্ট। যার জন্য দলের তরফ থেকে বিশেཧষ পুরস্কার দেওয়া হয়। সেই প্রসঙ্গে দলের আরও এক তারকা ব্যাটার জো রুট একটি বক্তব্য রাখেন যা রীতিমতো কাঁদিয়ে দেয় জনিকে। রুটের এই বক্তব্যে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি জনি এবং অবশেষে তাঁর চোখ থেকে জল বেরিয়ে আসে।
বেয়ারস্টোর প্রশংসা করে রুট বলেন, 'আমার এখনও মনে আছে তখন আমার ১২ বছর বয়স, যখন আমি তোমায় প্রথম দেখেছিলাম। সেই সময় তোমার যা প্রতিভা ছিল, তা এখনও রয়েছে। আর সেটা সকলেই ভালো করে দেখছে। ১০০টি টেস্ট খেলা কোনও মুখের কথা নয়। তার জন্য তোমায় অনেক বাধা পেরোতে হয়েছে। যেটা তোমার সব থেকে বড় শক্তি সেটা হল তুমি কঠিন পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করো। আমি খুব ভালো করেই জানি কতটা গুরুত্বপূর্ণ এই ক্যাপ তোমার কাছে। এই ১০০﷽টি ম্যাচের মধ্যে তুমি অনেক রেকর্ড ভেঙেছো বাট ও গ্লাভস হাতে। এর জন্য সকলেই গর্বিত।'
এরপরই রুট জানান যে গোটা দল বেয়ারস্টোর সঙ্গে আরও স্মৃতি বানাতে চায়। তিনি বলেন, 'আমরা সকল⛦েই চাই তোমার সঙ্গে মাঠের অন্দরে এবং বাইরে আরও স্মৃতি বানাতে। এক সময়ে তোমার বাড়িতে একটা ভালো বারবিকিউ খেয়েছিলাম। এবার তুমি আমাকে কথা দাও যে এই সপ্তাহে তুমি মাথা ঠান্ডা রাখবে ও আরাম করবে। পরিস্থিতি যাই হোক না কেন, তুমি নিজের মতো করে খেলবে। তুমি একজন নিখুঁত ক্রিকেটার। নিজের বুক ফুলিয়ে তুমি তাদের দিকে চোখে চোখ রেখে খেলবে এবং ক্রিজে জমে থাকবে।'