চোট পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান লোকেশ রাহুল। বিশাখাপত্তনমের দ্বিতী🍷য় টেস্টে রাহুলের জায়গায় ভারত মাঠে নামায় রজত পতিদারকে। ইংল্যান্ড সিরিজের পরবর্তী তিনটি টেস্টের জন্য লোকেশ রাহুলকে স্কোয়াডে জায়গা করে দেন ভারতীয় নির্বাচকরা। তবে ফিটনেসের শর্ত ঝুলিয়ে দেওয়া হয় তাঁর সামনে।
অর্থাৎ শর্ত রাখা হয় এই যে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম লোকেশ রাহুলকে ফিট ঘোষণা করলে তবেই রাজকোটের তৃতীয় টেস্টে মাঠে নামতে পারবেন তিনি। সুতরাং আশঙ্কা একটা ছিলই যে, যথা সময়ে লোকেশ ম🍸্যাচ ফিট নাও হয়ে উঠতে পারেন। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। পুরোপুরি ফিট হয়ে ওঠেননি, তাই লোকেশ রাহুল রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃ൲তীয় টেস্টে মাঠে নামতে পারবেন না বলে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আরও উল্লেখযোগ💃্য বিষয় হল, লোকেশ রাহুলের পরিবর্ত ক্রিকেটার হিসেবে জাতীয় নির্বাচকরা এমন একজনকে টেস্ট স্কোয়াডে জায়গা করে দিতে চলেছেন, যিনি চলতি রঞ্জি ট্রফিতে তুখোড় ফর্মে রয়েছেন। শুধু রঞ্জি ট্রফিতেই নয়, বরং ভারতীয়-এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করা দেবদূত পাডিক্কাল রাহুলের পরিবর্ত হিসেবে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকছেন বলে খবর।
লোকেশ রাহুল হায়দরাবাদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৬ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ত🥂ড়িঘড়ি লোকেশকে মাঠে নামতে দিতে রাজি নয়। তারা অন্তত আরও এক সপ্তাহ দে♈খে নেওয়ার পরে তবেই সিন্ধান্ত নেবে রাহুল সিরিজের বাকি টেস্টগুলিতে মাঠে নামতে পারবেন কিনা।
অন্যদিকে লোকেশ রাহুলের রাজ্যদলের সতীর্থ দেবদূত পাডিক্কাল চলতি রঞ্জি ট্রফির চার ম্যাচে মাঠে নেমে ৩টি সেঞ্চুরি করেছেন। পঞ্জাবের বিরুদ্ধে ১৯৩, গোয়ার বিরুদ্ধে ১০৩ ও তামিলনাড়ুর বিরুদ্ধে ১৫১ রান করেন তিনি। মꦑাঝে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজের ৩টি ইনংসে ব্যাট করে যথাক্রমে ১০৫, ৬৫ ও ২১ রান সংগ্রহ করেন পাডিক্কাল। শেষ ১০টি ফার্স্ট ক্লাস ইনিংসে দেবদূতের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩০, ১৯৩, ৪২, ৩১, ১০৩, ১০৫, ৬৫, ২১, ১৫১ ও ৩৬ রান।
যদিও লোকেশের ছিটকে যাওয়া বা পাডিক্কালের দলে ঢোকা নিয়ে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। উল্লেখযোগ্য বি🐈ষয় হল, চলতি রঞ্জি ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন চেতেশ্বর পূজারাও। তবে তাঁর দিকে এখনই মুখ ফেরাচ্ছেন না জাতীয় নির্বাচক♉রা। অন্তত ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে পূজারার কামব্যাকের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
লোকেশ রাহুল ছিটকে গেলেও রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে ꩲমাঠে ফিরছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ, ঘরের মাঠ রাজকোটে মাঠে নামতে দেখা যাবে টিম ইন𝄹্ডিয়ার তারকা অল-রাউন্ডারকে।