শুভব্রত মুখার্জি:- হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। ভারতের ২২ গজ স্বাভাবিকভাবেই একটু বেশিই স্পিন সহায়ক হয়ে থাকে। এই উইকেটে সাফল্য পেতে গেলে যেমন স্পিনারদের বিরুদ্ধে ভালো ব💃্যাট করতে জানতে হবে, ঠিক ত🔴েমনভাবেই দলে থাকতে হবে ভালো স্পিনার, যাঁরা বিপক্ষের কুড়িটি উইকেট নেওয়ার সামর্থ্য রাখেন।
আর সেকথা মা𓆏থাতে রেখেই হায়দরাবাদ টেস্টের একদিন আগেই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড দল। যেখানে পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে তিন স্পিনারকে, এমনটাই নিশ্চিত করেছেন অধিনায়ক বেন স্টোকস। পাশাপাশি মার্ক উডকে তিনি দলের ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন।
ঘটনাচক্রে প্রথম টেস্টের ইꦆংল্যান্ড দল থে🌳কে বাদ পড়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা পেসার জেমস অ্যান্ডারসন। যেহেতু উড একজন ইমপ্যাক্ট ক্রিকেটার সেই কারণেই জিমি অ্যান্ডারসনের বদলে দলে সুযোগ পেয়েছেন উড, জানিয়েছেন স্টোকস। কারণ উড ধারাবাহিকভাবে ১৫০ কিমি প্রতি ঘন্টায় বল করার ক্ষমতা রাখেন।
দল নির্বাচন নিয়ে বলতে গিয়ে বেন স্টোকস জানিয়েছ♓েন, 'সত্যি বলতে ও ওর (উড) দারুণ গতিবেগ দিয়ে যেভাবে প্রতিটা বল করতে পারে, সেইক্ষেত্রে আমি এটা বলতেই পারি নিঃসন্দেহে ও একজন ইমপ্যাক্ট ক্রিকেটার। বল যখন রিভার্স সুইং করছে, তখন ৯০ মাইল প্রতি🎶 ঘন্টায় করা বলকে খেলা কিন্তু মোটেও সহজ হবে না। ওর আরেকটা অস্ত্র হল ও ছোট ছোট শার্প স্পেলে বল করতে পারে। ছোট ছোট পিরিয়ডে দারুন গতিতে বল করতে পারে ও। এই সপ্তাহে ওকে আমরা এইভাবেই ব্যবহার করতে চাইছি।'
উডকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে অ্যান্ডারসনের কী ভাবনা তা নি♔য়ে বলতে গিয়ে স্টোকস বলেন, 'জিমি একজন দারুণ প্রফেশনাল মানুষ। হলফ করে তো বলা যায় না কখন পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হতে পারে। দলের জন্য যেটা করা ভালো মনে হয়েছে, আমরা করেছি। সেটা জিমি মেনেও নিয়েছে। এই নিয়ে আলাদা করে কোনও বিতর্ক নেই। এই মুহূর্তে আমরা জিমির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভাবছিই না। আমরা জানি ও বিশ্বের অন্যতম সেরা পারফর্মার।'
তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'আমি এটা কখনোই বলব না যে এটা খুব সাহসী বা বোল্ড সিদ্ধান্ত। আমি আর ব্যাজ (ব্রেন্ডন ম্যাকালাম) উইকেট দেখেছি। ভালো করে পর্যবেক্ষণ করার পরে আমার মনে হয়েছে যদি আমরা সঠিক প্রথম একাদশ বাছতে পারি তাহলেই ম্যাচটি জয়ের সেরা সুযোগ আমরা আমাদেরকে দেব। ভারতে যে বল স্পিন করবে, সেটা মাথাতে সবসময়ে রাখতে হয়। তবে আমরা পূর্ব কোন ধারণা মনে নিয়ে যাচ্ছি না। আমরা জানি আমাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ভারত হল এমন একটা জায়গা যেখানে আপনাকে দল নির্বাচন নিয়ে ভাবতে হবে কারণ এখানকারꦛ পরিবেশ পরিস্থিতি। আমি মনে করি ভারতে যে দলই সফর করুক না কেন, তাদের জন্য এটা বেশ কঠিন সিরিজ হয় নিঃসন্দেহে। আমরাও সে🐭টাকে দলগতভাবে সম্মান করি। ফলে আমাদের কাছেও নতুন কিছুর সুযোগ থাকে। আর এই সুযোগ পেতে কে না ভালোবাসে। আমরা কোনকিছুকেই ভয় পেয়ে পিছিয়ে আসি না। আর সেই কারণেই পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখে তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'