ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্🦂যাচের টেস্ট সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়াতে সফল হয়েছে রোহিত শর্মারা। ১০৪ রানে ম্যাচ পকেটে তুলে নিয়েছে 'মেন ইন ব্লু'। অর্থাৎ, এই মুহূর্তে তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দুই দলের কাছে। তবে তা শুরু হওয়ার আগে ইংল্যান্ডের তরুণ স্পিনার রেহান আহমেদ প্রশংসা করেছেন দলের অধিনায়ক বেন স্টোকসের।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই তরুণ ক্রিকেটার জানিয়েছেন যে বেন স্টোকসের তিনি সবরকমের সাহায্য পেয়েছেন। এখানেই শেষ নয়, রেহান আহমেদ আরও জান⛦িয়েছেন যে বেন স্টোকসের সবসময় প্রধান লক্ষ্য এটাই থাকে যে কি করে একজন ক্রিকেটারের থেকে তꦉাঁর সেরাটা বার করে আনা যায়।
রেহান আহমেদ বলেন, 'দলের পরিবেশটা অত্যন্ত ভালো। এই যে টমি আর ব্যাশ বিনা ঘাবড়ে এত সুন্দর পারফর্ম করেছে, এই কৃতিত্বটাই আমি দলের অধিনায়ক বেন স্টোকসকে দিতে চাই। যেই পরিবেশটা আমরা পেয়েছি সেটার জন্য একটা বড় সুবিধা হয় কি যে খেলতে নামার সময় আমরা ভুলে যাই যে আমাদের সাম🔜নে কোন বড় তারকা ক্রিকেটার রয়েছে। বেন স্টোকস হোক কি আমাদের দলের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম, ওরা কেউই পরিস্থিতি নিয়ে অতটা পরোয়া করে না। ওদের দুজনেরই আসল উদ্দেশ্য একজন ক্রিকেটারের থেকে তার♊ সেরাটা বার করে আনা।'
পাশাপাশি, এই সাক্ষাৎকারে রেহান আহমেদ তুলে ধরেন আবুধাবিতে অনুশীলন চলাকালীন একটি ঘটনার কথাও এবং প্রশংসা করেন বেন স্টোকসের। তিনি বলেন, 'আমার এখনও মনে আছে আবুধাবির সেই ঘটনা। প্রতি শুক্রবার আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে সেই মুহূর্তে ব্যাশও ছিলো। আমি আমাদের দলের ম্যানেজার ওয়েনোকে মেসেজ করি🍸 এবং জিজ্ঞেস করি যদি আমাদের অনুমতি দেওয়া হয় সেদিন ট্রেনিং না করার। সঙ্গে সঙ্গে বেন আমাকে মেসেজ করে জানায় যে যখনই এরম সমস্যা হবে তখনই যেন তাঁকে জানানো হয়। ও বলছিল যে এরকম পরিস্থিতি ও বুঝতে পারে। সত্যি বলতে গেলে ও নিজের কথাটা রেখেওছে। তাই এই পরিস্থিতি নিয়ে আগামী দিনে আমাকে কোনও রকমের কোনও সমস্যায় পড়তেও হয়নি। বেনকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই।'