দাপটের সঙ্গে ইংল🍸্যান্ডের ব্যাটিং অর্ডারকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। বুমরাহ ও অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে সিরিজের ফল এই মুহূর্তে দাঁড়িয়েছে ১-১। চতুর্থ দিনেই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে রোহিত শর্মারা। কয়েকটি রানে নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। তবে বোলারদের স্পেল নজর কাড়লেও এই ম্যাচে আরও একটি জিনিস যা দৃষ্টি আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদের। সেটা হলো শুভমন গিলের ফর্মে ফেরা।
দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ১০৪ রান সব মিলিয়ে, বিশাখাপত্তনম টেস্টে তাঁর মোট সংগ্রহ দুই ইনিংস মিলিয়ে ১৩৮ রান। ম্যাচ ব্রডকাস্টারদের সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন তিনি এবং দাবি করেন যে খবরে💞র কাগজ বা সোশ্যাল মিডিয়ার দরকার পড়েনি, তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে তাঁর পারফরম্যান্স একেবারꦜেই ভালো হচ্ছে না।
শুভমন গিল বলেন, 'আমি খবরের কাগজ একেবারেই পড়িনা এবং সোশ্যাল মিডিয়াও দেখি না। কে কি বলছে সেগুলোর পরোয়া আমি করি না। যখন আমি ভালো পারফর্ম করছি না তখন আমি আশাও করি না কেউ এসে আমায় সেটা ধরিয়ে দিয়ে যাবে। কারোর বলার আগে আমি নিজেই সেটা বুঝতে পারি যে আমার পারফ𒊎রম্যান্সে কেউ সন্তুষ্ট নয়। লোকের চেয়ে বেশি আমার খারাপ লাগে এবং হতাশা বোধ হয় পারফরম্যান্স নিয়ে।'
পাশাপাশি, তরুণ তারকা আরো দাবি করেন যে একটি বড় সুযোগ তিনি হাতছাড়া করেছেন এবং সেটি হলেই তিনি আনন্দ উদযাপন করতেন। গিল বলেন, 'আমার কাছে একটা বড় সুযোগ ছিল কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারিনি। আমার মনে হচ্ছিল যেন যে কাজটা করার জন্য আমাকে পাঠানো হয়েছিল, সেটা সম্পূর্ণ হয়নি। আমি ভেবেছিলাম যে যদি আমি ১৫০ বা 💛২০০ রান করতে পারি, তাহলে আমি প্রাণ খুলে উদযাপন করবো মাঠে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়ে ওঠেনি। প্রথম টেস্টে যেটা ঘটেছিল সেটা হল আমি অনেক ধীরে এবং নিজেকে বাঁচিয়ে খেলছিলাম, যেটার সঙ্গে আমি অভ্যস্ত নই। তবে দ্বিতীয় টেস্টে আমি যেটা করি সেটা হল নিজের প্রকৃত খেলাটা খেলি। আমি নিজেকে এটাই বোঝাচ্ছিলাম যে আমি যে ধরনের খেলাটা খেলি, সেটা খেলে দেখতে হবে এবং একটা বড় ইনিংস গড়তে হবে।'