রাজকোটে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন শিবম দুবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে নীতীশ কুমার রেড্ডি এখনও চোট থেꦬকে সম্পূর্ণ সুস্থ হয় উঠতে পারেননি। সেই কারণেই শিবম দুবেকে ভারতীয় টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলতি ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেলেন শিবম দুবে। গত বছর বিশ্বকাপজয়ী দলের সদস্য অলরাউন্ডার শিবম দুবেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ট🥃ি-টোয়েন্টি সিরিজের ꦕজন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় সিনিয়র নির্বাচক কমিটির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন… WPL ♈2025 শুরুর আগেই বড় ধাক্কা খেল RCB! হঠাৎ নাম𝓀 প্রত্যাহার করলেন সোফি ডিভাইন
কেন শিবম দুবেকে দলে ডাকা হয়েছে?
শিবম দুবে রাজকোটে দলের সঙ্গে যোগ দে🦩বেন বলে খবর পাওয়া যাচ্ছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নীতীশ কুমার রেড্ডি এখনও চোট থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। সূত্র মারফৎ জানতে পাওয়া যাচ্ছে নীতীশ সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণেই শিবম দুবেকে দলে ডাকা হয়েছে।
আরও পড়ুন… কেন ভারতীয় দল𝔍ে সুযোগ পাচ্ছেন না রুতুরাজ? রহস্য ফাঁস করলেন অশ্বিন
শিবম দুবের সম্প্রতি পারফরেন্স কেমন ছিল?
শিবম দুবে সম্প্রতি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিলেন। তবে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তার পারফরম্যান্স হতা🌸শাজনক ছিল। তিনি উভয় ইনিংসে শূন্য রানে আউট হয়ে যান। এর ফলে মুম্বই বড় পরাজয়ের মুখোমুখি হয়।
আরও পড়ুন… ICC Wo🌜men's T20I Team of 2024: স্মৃতি সহ দলে জায়গা পেলেন তিন ভারতীয়, রয়েছেন বাংলার রিচা
শিবম দুবেকে দলে ডাকার কারণ কী?
প্র🍷াথমিকভাবে শিবম দুবেকে টি-টোয়েন্টি দলে নির্বাচিত করা হয়নি। কারণ নির্বাচকরা অলরাউন্ডার হিসেবে নীতীশ কুমার রেড্ডি ও হার্দিক পান্ডিয়ার উপর আস্থা রেখেছিলেন। তবে পিঠের চোট কাটিয়ে তিনি ফেরার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলেন এবং তার দল শিরোপা জেতে।
আরও পড়ুন… BGT 2024-25-তে পন্তের ꦍশট෴ নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান
চলতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের কোন টি টোয়েন্টি ম্যাচ কোন মাঠে খেলা হবে-
ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারত জয় পেয়েছিল। সিরিজের দ্ꦏবিতীয় ম্যাচ শনিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। তৃতীয় টি-টোয়েন্টি রাজকোটে মঙ্গলবার, চতুর্থ ম্যাচ শুক্রবার পুনেতে এবং পঞ্চম ও শেষ ম্যাচ আগামী ২ ফেব্রুয়ারি রবিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হবে।