রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে টেস্ট ম্যাচ জিততে হলে করতে হবে ১৯২ রান। লক🎃্ষ্য সহজ মনে হলেও রাঁচির পিচে এটা যথেষ্ট রান। তবে ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল এই লক্ষ্যকে অনেকটাই সহ করে দিয়েছেন। প্রথম উইকেটে তারা প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে দিয়েছেন। দু জনে মিলে ১৭.৩ ওভারে ৮৪ রানের জুটি গড়েন। এরপরে জো রুটের বলে জেস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন যশস্বী। ততক্ষণে তিনি ৪৪ বলে ৩৭ রান করে ফেলেছিলেন।
এই সময়ে রꦚোহিত শর্মাও ৮১ বলে ৫৫ রান করে আউট হন। ২৫.১ ওভারে ভারত তোলে ৯৯/২ রান। তবে এর মাঝেই একটি অবাক করা ঘটনা দেখা গেল। এদিন দায়িত্ব নিয়ে কিছু পাওয়ার হিটিং প্রদর্শন করেছিলেন রোহিত শর্মা। যার মধ্যে সেরা ছক্কাটি ছিল যখন তিনি জেমস অ্যান্ডারসনের ডেলিভারিতে হাঁকিয়েছিলেন। এই সময়ে একটি লম্বা ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। যার ফলে মাঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এরপরে রোহিত এবং অ্যান্ডারসনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময়ও দ🐓েখা গিয়েছিল। সবচেয়ে মজার বিষয় হল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের প্রতিক্রিয়া কারণেই রোহিত শর্মা একটি ভয়ঙ্কর ছক্কা মেরেছিলেন।
আরও পড়ুন… IND vs ENG 4th Test: জুরেল তো পরবর্তী ধোনি! গাভাসকরের প্রশংসায় কী বলছেন ভ♛ারতের নয়া তারকা
ম্যাচের কথা বললে, ১৯২ রান তা𒀰ড়া করতে গিয়ে ৯৯ রানের মধ্যে দুটো উইকেট হারিয়েছে ভারত। ইংল্যান্ডের হয়ে প্রথম উইকেট শিকরা করেছিলেন জো রুট। যশস্বী জসওয়ালকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি। এই সময়ে যশস্বী পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। মাত্র ১৩ রানের জন্য নিজের অর্ধশতরান মিস করেন যশস্বী। এরপরে ৮১ বলে ৫৫ রান করে হার্টলির শিকার হন রোহিত শর্মা। হিটম্যান এই রান সংগ্রহ করতে গিয়ে পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন। ১০০ রানের মধ্যে তৃতীয় উইকেট হারায় ভারত। শূন্য রান করে সাজঘরে ফিরে যান রজত পাতিদার। তাঁকে আউট করেন শোয়েব বশির।
তবে এদিন যদি টিম ইন্ডিয়া রাঁচি টেস্ট জিততে পারে তাহলে সিরিজ দখল করবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতীয় দলের যে ব্যাটিং লাইন আপ তাতে এই লক্ষ্য অর্জন করতে যে টিম ইন্ডিয়ার চাপ হবে না তা বলাই যায়। তবে ক্রিকেটে কিꦑছুই বলা যায় না। তাই এই মুহূর্তে টেস্ট বেশ রোমাঞ্চকর জায়গায় পৌঁছে গিয়েছে।