তৃতীয় ভারতীয় হিসেবে পরপর দুই টেস্টে দুরন্ত ছন্দে দ্বিশতরান করেছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ড সিরিজে তিনি ইতিহাস গড়ে ফেলেছেন। তবে তাঁর এই ইনিংসের কৃতিত্ব নাকি ইংল্যান্ডেরই। এমনই আজব দাবি করেছিলেন বেন ডাকেট। তবে ডাকেটের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে চলেছে। ইংল্যান্ডের প্র🍎াক্তন প্লেয়াররাও ডাকেটের তীব্র সমালোচনা করছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেন থেকে মাইকেল ভন- প্রত্যেকেই বেন ডাকেটকে এক হাত নিয়েছেন।
রাজকোট টেস্টেܫ তৃতীয় দিনের খেলার পরে যশস্বী জয়সওয়ালের ঝোড়ো মেজাজে ব্যাটিং নিয়ে ডাকেট মন্তব্য করেছিলেন, ‘বিপক্ষ দলের ক্রিকেটারদের যখন এরকম আগ্রাসী মেজাজে খেলতে দেখি তখন মনে হয় এই ইনিংসে আমাদেরও খানিকটা কৃতিত্ব রয়েছে। কারণ অন্যরা যেভাবে টেস্ট খেলে, তার থেকে খানিকটা আলাদা ভাবে ব্যাট করেছে ওরা। অন্য বেশ কয়েকটা দলও আগ্রাসী মেজাজে ব্যাট করছে সেটাও দেখতে ভালো লাগছে।’
ইংল্যান্ড ওপেনারের এই মন্তব൩্য মোটেও ভালো ভাবে নেননি প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক নাসের হুসেন। তিনি ডাকেটের তীব্র নিন্দা করেছেন এবং তাঁর আত্মদর্শনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন।
স্কাই স্পোর্টসে নাসের হুসেন বলেছেন, ‘ও (জয়সওয়াল) তোমার কাছ থেকে শ🌺েখেনি। ও ওর বেড়ে ওঠা থেকেই শিখেছে। এভাবে তৈরি হতে ওকে কঠিন লড়াই করতে হয়েছে। বরং ইংল্যান্ডের প্লেয়ারদের ওকে দেখে, ওর থে🐭কে শেখা উচিত। আমি মনে করি, নিজেদের আত্মদর্শনের উদয় হওয়া ভালো। অন্যথায় ও (বেন ডাকেট) নিজেকে মহান ভাবতে শুরু করবে। আমি মনে করি, বর্তমানে এই ব্যাজবল কৌশল নিয়েও ইংল্যান্ড দলের শেখার এবং উন্নতির জায়গা রয়েছে।’
আরও পড়ুন: রাঁচিত🐲ে বুমরাহ ⛄না খেললে কি এক পেসার নিয়ে নামবে ভারত? রাহুল ফিরলেই বাদ পতিদার
শুধু নাসের হুসেন একা নন, বেন ডাকেটের এই ধরনের মন্তব্যের পর ইংল্যান্ডের আর এক প্রাক্তন তারকা মাইকেল ভনও তাঁকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, ‘বেন ডাকেট বলেছিল, যত বেশি রান হবে ততই ভালো। যশস্বীর আগ্রাসী ব্যাটিং প্রসঙ্গেও মন্ꦐতব্য করেছে ডাকেট। ক্রিকেট ইতিহাসে আর যেন কেউ আগ্রাসী ক্রিকেট খেলেনি? ওরা ড্র করতে চায় না। আমার মতে, এতে টেস্ট ক্রিকেটকে অশ্রদ্ধা করা হচ্ছে। কারণ ড্র করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফলাফল। পাঁচ টেস্টের সিরিজ অনেক সময়ে🐎 দারুণ কিছু সিরিজ জয়ের নজির গড়েছে। অন্যদের বোকা ভাবাটা ঠিক নয়।’
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে যশস্বীর ফর্ম যেন ধরাছোঁয়ার বাইরে। ইংল্যান্ডে🌠র বিরুদ্ধে প্রথম টেস্টে ৮০ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে যশস্বীর ব্যাট থেকে আসে অনবদ্য ডাবল সেঞ্চুরি। সেই ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। এর ﷺপর তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তরুণ ব্যাটারের দ্বিশতরান যেন বিশাখাপত্তনমের ইনিংসকেও ছাপিয়ে গিয়েছে। মাত্র ২৩৬ বলে ২১৪ করে অপরাজিত থাকেন যশস্বী।