আইপিএলের পরে রোহিত শর্মাদের ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রতিটি ম্যাচ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সামনে নিখরচায় উপস্থাপন করছে জিওসিনেমা। এবার ভারতীয় সমর্থকদের ফের একবার খুশির খবর দিল ভায়াকম-১৮। তারা পকেটে পুরেছে ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরের🅺 সম্প্রচার সত্ত্বও। যার অর্থ, এদেশে ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের খেলা দেখা যাবে জিওসিনেমা অ্যাপে এবং তার জন্য একটি পয়সাও খরচ হবে না কারও।
অবশ্য🐟 শুধু অনলাইন সম্প্রচার সত্ত্বই নয়, বরং টেলিভিশন সম্প্রচার সত্ত্বও রয়েছে ভায়াকম-১৮'এর হাতে। ভারত-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলি টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাবে স্পোর্টস-১৮, স্পোর্ট-১৮ এইচডি ও স্পোর্টস-১৮ খেল চ্যানেলে।
জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় দল আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ খেলতে নামবে ১৮ অগস্ট। ২০ ও ২৩ অগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও♒ তৃতীয় টি-২০ ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। কভারেজ🐻 শুরু হবে ৭টা ১৫ মিনিট থেকে।
জিওসিনেমায় ভার🌠ত-আয়ারল্যান্ড সিরিজেꦛর ম্যাচগুলির একাধিক ভাষায় ধারাভাষ্য শোনা যাবে। হিন্দি ও ইংলিশ ছাড়াও আইপিএলের সময় জনপ্রিয়তা পাওয়া পঞ্জাবি ও ভোজপুরি ভাষাতেও সম্প্রচারিত হবে ম্যাচগুলি।
উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের পিক কনকারেন্সি ছিল ২.২ মিলিয়নে𒉰র বেশি, যা ছাপিয়ে যায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের নজিরকেও। ভারতীয় দলের পূর্ণাঙ্গ ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনও পর্যন্ত ৭ কোটিরও বেশি মানুষ খেলা দেখেছেন জিওসিন🌃েমায়।
ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজের সূচি:-
প্রথম টি-২০: ১৮ অগস্ট (ডাবলিন, ৭টা ৩০ মিনিট)।
দ্বিতীয় টি-২০: ২০ অগস্ট (ডাবলিন, ৭টা ৩০ মিনিট)।
তৃতীয় টি-২০: ২৩ অগস্ট (ডাবলিন, ৭টা ৩০ মিনিট)।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড:-
জসপ্🌞রীত বুমরাহ (ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড় (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।
ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য আয়ারল্যান্ডের স্কোয়াড:-
পল স্টার্লিং (ক্যাপ্টেন), অ্যান্ডি বলবির্নি, মার্ক আডায়ার, রস আডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিয়ন হ্যান্ড, জোশ▨ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যাꩲরি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), থিও ভ্যান ওয়ার্কম, বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।