ভারতের বিরুদ্ধে পুণেতে নামার আগে পিচ নিয়ে চিন্তায় রয়েছে কি নিউজিল্যান্ড? দ্বিতীয় টেস্টে স্পিন-বান্ধব পিচ সম্পর্কে কিউয়িদের কোনও পূর্ব ধারণা এড়াতে হবে। তাদের নিজেদের বোলিং বিকল্পগুলিকে কার্যকর ব্যবহার করার দিকে মনোনিবেশ করতে হবে। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম বুধবার তারই ইঙ্গিত দিয়ে🌌ছিলেন। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে আট উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে গেছ🍌ে নিউজিল্যান্ড।
পুণেতে তাড়াতাড়ি পরিস্থিতি বুঝে নিতে চায় নিউজিল্যান্ড
বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ভারতীয় দলকে ৪৬ রানে অলআউট করে দᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ��ᩚᩚᩚিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারত দৃঢ় মনোভাব দেখিয়েছিল কিন্তু দলটি ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের মাটিতে নিউজিল্যান্ডকে জয় নিবন্ধন থেকে আটকাতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়💯 টেস্ট ম্যাচের আগে টম লাথাম বলেছেন, ‘আমাদের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে।’
স্পিন পিচ নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড শিবির
টম লাথাম আরও বলেছেন, ‘পিচে ꧒যদি বল বেশি টার্ন দেয় তাহলে আমাদের দলে চারজন স্পিনার আছে। তবে, আমরা পূর্বཧনির্ধারিত মানসিকতা নিয়ে ম্যাচে যেতে চাই না।’ স্পিনারদের কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে চিন্তাভাবনা করেছেন লাথাম। নিউজিল্যান্ডে ইশ সোধি, মিচেল স্যান্টনার এবং আজাজ প্যাটেলের মতো অভিজ্ঞ স্পিনার রয়েছে, যেখানে রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসের মতো অস্থায়ী স্পিন বোলার রয়েছেন।
আরও পড়ুন… India vs Germany: একাধিক পেনাল্টি কর্নার মিসের খেসারত দিল▨ ভারত, ঘরের মাঠে জার্মানির কাছে ০-২ হারল
পুণের পিচ নিয়ে কী ভাবছে নিউজিল্যান্ড
টম লাথাম বলেন, ‘আমরা প্রথমে এখানে কিছু তথ্য জানার চেষ্টা করব। আশা করি পিচট♐ি আমাদের অনুশীলনের পিচের মতো হবে।’ ল্যাথাম বলেছেন, বেঙ্গালুরু টেস্টে ভারতের জয়ের জন্য ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডের কৃতিত্ব নিয়ে আত্মতুষ্ট হবে না। তিনি বলেন, এই জয়টা খুবই বিশেষ। গ্রাহাম ডলিং এবং জন রাইটের মতো অধিনায়কদের মতো একই তালিকায় নিজেকে দেখতে পাওয়া বিশেষ। যদিও লাথামের মতে এটা ছিল দলীয় প্রচেষ্টার জয়। লাথাম বলেন, ‘আমরা এটা উদযাপন করেছি কিন্তু শীঘ্রই আমাদের মনোযোগ পরের ম্যাচে চলে গেছে। আমরা গত সপ্তাহের কৃতিত্ব সম্পর্কে আত্মতুষ্টি এড়িয়ে যেতে চাই।’
আরও পড়ুন… IPL 2025: পন্তের সঙ্গে দিল্লির ডিভোꦕর্স প্রায় পাকা,🔜 ছিপ ফেলে বসে আছে LSG, PBKS, RCB