পুণে টেস্টের জন্য ঋষভ পন্ত ও শুভমন গিল প্রায় পুরোপুরি ফিট। টেস্টের দুদিন আগে এই ইঙ্গিত দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। ♕ভারতও আশা করছে পন্ত উইকেটকিপিংয়ের জন্যও পুরোপুরি ফিট থাকবেন। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে স্টাম্পিং করতে গিয়ে হাঁটুতে চোট পান পন্ত। এরপর পুরো ম্যাচে কিপিংয়ের দায়িত্ব নেন ধ্রুব জুরেল। তবে পন্ত ব্যাট করতে এসে ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে জুরেল আবার কিপিং করতে আসেন এবং পুরো ইনিংসে তিনিই উইকেটের পিছনে দায়িত্ব পালন করেন। তবে বেঙ্গালুরু টেস্টে খেলতে পারেননি শুভমন গিল।
আরও পড়ুন… ভিডিয়ো: শূন্য রানে আউট, ফের 🐓ব্꧟যর্থ স্মিথ! BGT 2024-25 আগে অজি শিবিরকে ভাবাচ্ছে স্টিভের ফর্ম
ফিট হয়েছেন ঋষভ পন্ত ও শুভমন গিল
এই অবস্থায় সকলের প্রশ্ন করছিলেন যে এই দুই তারকাকে কি পুণে টেস্টে ꦉপাওয়া যাবে? এবার ঋষভ পন্ত ও শুভমন গিলকে নিয়ে আশার কথা শোনালেন টিম ইন্ডিয়া গৌতম গম্ভীরের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি বলেন, ‘ঋষভ ভালো আছেন এবং রোহিত (শর্মা)ও অন্য দিন আপনাকে একই কথা বলেছিলেন। যদিও তাঁর হাঁটুতে সামান্য সমস্যা ছিল, তবে আমরা আশাবাদী যে সে পুণে টেস্টে খেলতে পারবেন। শুভমন গিলও ভালো আছেন। অন্যদিকে, বেঙ্গালুরুতে আমি তাঁকে নেটে দেখেছি, আশা করি তিনিও এই টেস্টের জন্য পুরোপুরি ফিট থাকবেন।’
দলে যে একটি জায়গার জন্য লড়াই চলছে-
রায়ান টেন দুশখাতে জানিয়েছেন দলের সকলেই ভালো আছেন। ফাস্ট বোলাররা সকলেই ভালো আছেন। তবে প্রথম একাদশে গিল যদি ফেরে তাহলে কাকে বসিয়ে রাখা হবে, তা নিয়💞ে উঠেছে প্রশ্ন। অনেকেই কেএল✅ রাহুল ও সরফরাজ খানের দিকে আঙুল তুলছেন। এই বিষয়ে রায়ান টেন দুশখাতে জানিয়েছেন একটি জায়গার জন্য লড়াই চলছে। সরফরাজ যে খুব ভালো খেলেছে সেটা বিশ্বাস করে নিয়েছেন তিনি। তিনি কেএল রাহুলকে নিয়েও মন্তব্য করেছেন।
আরও পড়ুন… PAK vs ENG: পিচ তৈরি করতে ফ্যানের পরে হিটার ব্যবহার করা হচ্ছে! 🦋PCB-র এমন কাজে অবাক ক্রি🅘কেট বিশ্ব
কী বললেন রায়ান টেন দুশখাতে-
রায়ান টেন দুশখাতে বলেন, ‘একটি জায়গার জন্য লড়াই হচ্ছে সেটা অস্বীকার করার জায়গা নেই। সরফরাজ খুব ভালো পারফর্ম করেছে। শেষ টেস্টের পর আমি কেএল-এর কাছে গিয়েছিলাম এবং তাঁকে জিজ্ঞেস করেছি𒅌লাম, ‘তুমি কতগুলো বল মিস করেছিলে?’ তিনি একটি বলও মিস করেননি। আপনি যখন রান পাচ্ছেন না তখন এটিই হতে পারে। তিনি লেগ সাইড নীচে একটি নিক, এবং একটি ভালো বল পেয়েছিলেন। তাই কেএল রাহুলকে নিয়ে চিন্তার কিছু নেই। তিনি একটি ভালো মানসিক জায়গায় আছেন। কিন্তু আমাদের সাত জনকে ছয়টি জায়গায় বসাতে হবে। আমাদের কন্ডিশন দেখে সেরা একাদশ নির্বাচন করতে হবে। তাই হ্যাঁ বলা যেতে পারে যে সেই জায়গার জন্য প্রতিযোগিতা আছে।’