ঘরের মাটিতে লজ্জার নজির গড়লেন অধিনায়ক রোহিত শর্মা। সৌরভ গঙ্গোপাধ্যায়, এমএস ধোনির অবাঞ্ছিত রেকর্ড স্পর্শ করলেন হিটম্যান। আসলে ঘরের চলতি শতাব্দিতে ♊ঘরের মাঠে ভারতীয় অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি হারের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও এমএস ধোনির আসনে বসলেন রোহিত শর্মা। আসলে ঘরের মাঠে অধিনায়ক হিসাবে ১৪টি টেস্ট খেলে তিনটিতে হারলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ২১টি টেস্ট ম্যাচ খেলে ঘরের মাঠে তিনটিতে হেরেছিল ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল। এই তালিকায় ধোনি রয়েছেন তিন নম্বরে। তিনি ৩০টি টেস্ট খেলে ৩টি ম্যাচ খেলছে। তবে সব থেকে কম ম্যাচ খেলে ঘরের মাঠে তিনটি হারের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা।
আরও পড়ুন… WTC 2023-25 Points𝔉 Table: ভারতকে হারিয়ে কিউয়িদের লꦚম্বা জাম্প, ক্ষতির মুখে টিম ইন্ডিয়া
এই শতাব্দিতে ঘরের মাঠে সব থেকে বেশি টেস্ট ম্যাচে হার
রোহিত শর্মা- ১৪ টেস্টে ৩টি ম্যাচ হেরেছে
সৌরভ গঙ্গোপাধ্যায় - ২১টি টেꩵস্টে ৩টি ম্যাচ হেরেছে
এনএস ধোনি - ৩০ টেস্টে ৩টি ম্যাচ হেরেছে
নিউজিল্যান্ডের এই জয়ের ফলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশ🎃িপ চক্রে একটি মজার ঘটনা ঘটেছে। এই ম্যাচে ভারতের হারের ফলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রতিটি দল হোম টেস্ট ম্যাচ হারল। এর ফলে প্রত্যেক দল অ্যাওয়ে টেস্ট জিতেছে। এটিই একমাত্র সংস্করণ যেখানে এমনটা দেখা গেল। এছাড়াও ১৯৮৭-র পর একবছরে দুটি ভিন্ন দলের কাছে হোম টেস্ট হারল ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রেকর্ড-
এ꧋টিই একমাত্র সংস্করণ যಞেখানে প্রতিটি দল হোম টেস্ট হেরেছে।
এটিই একমাত্র সংস্করণ যেখানে প্রতিটি🐻 দল অ্যাওয়ে টেস্ট জিতেছে।
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের হাইলাইট-
বেঙ্গালুরু টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। গত ৩৬ বছরে ভারতের মাটিতে কিউয়ি দলের এটাই প্রথম জয়। এর আগে ১৯৮৮ সালে নিউজিল্যান্ড সর্বশেষ টিম ইন্ডিয়াকে ভারতে হারিয়েছিল। নিউজিল্যান্ডের এই জয়ের নায়ক ছিলেন রচিন রবীন্দ্র, যিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ১০৭ রান তাড়া করতে গিয়ে অপরাজিত ৩৯ রান করেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, টিম ইন্ডিয়া মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায়। যার পরে নিউজিল্যান্ড ৪০২ রান করে এবং ভারতের উপর ৩৫৬ রানের লিড নেয়। ভারত দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করে পরাজয় এড়ালেও কিউয়ি দলকে মাত্র ১০৭ রানের টার্গেট দিতে পারে। দুই উইকেট হারিয়ে এই লক🍰্ষ্য অর্জন করে নিউজিল্যান্ড। ২৪ অক্টোবর থেকে পুনেতে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট খেলা হবে।