বাংলা নিউজ > ক্রিকেট > IND vs PAK: 'লজ্জা করো ভারত, বাচ্চাদের এভাবে র‍্যাগিং করছো...!' খেপে লাল পাকিস্তান ফ্যানরাই

IND vs PAK: 'লজ্জা করো ভারত, বাচ্চাদের এভাবে র‍্যাগিং করছো...!' খেপে লাল পাকিস্তান ফ্যানরাই

বাবর-রিজওয়ানদের উপর রেগে লাল পাক ফ্যান (ছবি : AFP)

দুবাইয়ে পাকিস্তানের স্বপ্নভঙ্গ, ভারতের দাপুটে জয়ের পরেই রেগে গেলেন পাকিস্তানের ভক্তরা। হতাশার আগুন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন, তবে শুরুতে ছবিটা একেবারেই অন্য রকম ছিল। দেখে নিন ম্যাচের সঙ্গে কেমন ভাবে বদলালো সোশ্যাল মিডিয়াররঙ।

💧 India vs Pakistan: রবিবার দুবাইয়ে পাকিস্তানের জন্য শুরুটা ভালোই হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির মরণ-বাঁচন ম্যাচ, তাও আবার ভারতের বিরুদ্ধে, পাকিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সূচনাটাও ভালো হয়েছিল। বাবর আজম নিখুঁত টাইমিংয়ে ব্যাট করছিলেন। মহম্মদ শামির প্রথম ওভার শেষ করতে লেগে যায় ১১ বল। এরই মধ্যে, বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া এই পেসার চোট পেয়ে মাঠ ছাড়েন। সব মিলিয়ে, পাকিস্তানের জন্য শুরুটা যথেষ্ট ভালো হয়েছিল।

সময়ে সময়ে কেমন ভাবে বদলে গেল সোশ্যাল মিডিয়ার বার্তা-

🅺এই সংক্ষিপ্ত আনন্দের মুহূর্তে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আশাবাদী হয়ে ওঠেন। তারা মনে করছিলেন, এটি পরপর দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে জয়ের সূচনা হতে পারে।

♋একজন মন্তব্য করেন, ‘ভারতীয় দলের দ্বিতীয় ওভারেই কোনও উদ্যম নেই, কাঁধ নুয়ে পড়েছে।’ আরেকজন লেখেন, ‘দুই পেসারের কেউই ঠিক লাইনে বল করতে পারছে না।’ সেই সময়ে ইঙ্গিত সম্ভবত হর্ষিত রানার দিকে ছিল।

ﷺকিন্তু পাকিস্তানের এই উচ্ছ্বাস বেশি ক্ষণ স্থায়ী হয়নি। নবম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বাবর আজম (যাকে পাকিস্তানের ভক্তরা ‘কিং ববি’ বলেন) ব্যাটের বাইরের প্রান্তে লেগে ক্যাচ দিয়ে বসেন, এবং সহজেই কেএল রাহুল তা তালুবন্দি করেন। খুব দ্রুতই ইমাম-উল-হকও রানআউট হন। অক্ষর প্যাটেলের দুর্দান্ত থ্রোতে নন-স্ট্রাইকার প্রান্তে পৌঁছানোর আগেই তাঁকে সাজঘরে ফিরে যেতে হয়।

🍸এরপরে একজন ব্যবহারকারী বিদ্রূপ করে বলেন, ‘ইমামের চেয়ে ওয়াইড বলই পাকিস্তানের পক্ষে বেশি রান এনেছে!’ বাবর ও ইমাম দু’জনই ফিরে যাওয়ার পর, পাকিস্তানের দুই তারকা খেলোয়াড়ের ওপর চাপ আরও বেড়ে যায়। একজন মজার মিম শেয়ার করেন, যেখানে দু’জনকে দেখানো হয়, যেন তারা আলোচনা করছেন, ‘কে সমালোচনার বড় অংশটা নেবে?’

আরও পড়ুন …. 🍸Virat Kohli 10/10: যে দেশে খেলেছেন, সেখানেই ODI শতরান করেছেন! বিশ্বে বিরল নজির বিরাটের

💯মাঝের ওভারগুলোতে সউদ শাকিল ও মহম্মদ রিজওয়ান মিলে ১০৪ রানের জুটি গড়েন। কিন্তু রান আসার গতি ততক্ষণে ধীর হয়ে যায়। ৩৩তম ওভারে পাকিস্তানের রান ছিল ১৫০/২, অর্থাৎ রান রেট মাত্র ৪.৫৪। এমন পরিস্থিতিতে দলকে টেনে তুলতে ব্যর্থ হন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ৩৩.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে আউট হন এবং এর পরপরই পাকিস্তানের ব্যাটিং ধসে পড়ে।

ꦆমাত্র ১৮ বলে ১৪ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের স্কোর ১৬৫/৫ হয়ে যায়। রিজওয়ানের বিদায়ের পর সউদ শাকিল ও তায়েব তাহির দ্রুত আউট হয়ে যান। এরপর কুলদীপ যাদব পরপর দুই বলে দুটি উইকেট তুলে নেন, যদিও হ্যাটট্রিক করতে ব্যর্থ হন। সলমন আলি আঘা ও শাহিন শাহ আফ্রিদি একে একে সাজঘরে ফেরেন।

🔯এই সময়ে একজন ভক্ত মন্তব্য করে লেখেন, ‘২৫ ওভারের মধ্যেই পাকিস্তানের ডট বলের সংখ্যা রানসংখ্যার চেয়ে বেশি হয়ে গেছে!’ শেষ পর্যন্ত পাকিস্তান ২৪১ রানে অলআউট হয়, যা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে খুব একটা চ্যালেঞ্জিং লক্ষ্য মনে হয়নি।

আরও পড়ুন …. ♊Bharati Ghosh Passes Away: তাঁর হাতে গড়ে ওঠেন প্রায় ৩,০০০ প্যাডলার, প্রয়াত সেই 'ক্রীড়াগুরু' ভারতী ঘোষ

ভারতের সহজ জয়

♛শুভমন গিল ও রোহিত শর্মা ওপেন করতে নামেন এবং শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করতে থাকেন। দ্বিতীয় ওভারেই রোহিত শর্মা নাসিম শাহকে ছক্কা হাঁকান। তুলনায়, পাকিস্তান তাদের প্রথম ছক্কা হাঁকায় ৪২তম ওভারে।

🐼তবে, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি সমর্থকরা হতাশার মাঝেও আশা খুঁজছিলেন। শাহিন আফ্রিদির ইয়র্কারে রোহিত বোল্ড হতেই অনেকে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। এক ভক্ত বলছিলেন, ‘এবার মনে হচ্ছে ২৪২ রান কঠিন হবে!’

🐼কিন্তু সে আশাও বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুভমন গিল ও বিরাট কোহলি সাবলীল ব্যাটিং চালিয়ে যান। পাকিস্তানের ফিল্ডিংও তাদের কাজে আসেনি, কারণ গিল ও শ্রেয়স আইয়ার জীবন পেয়েছিলেন ক্যাচ ফেলায়।শেষ পর্যন্ত, ভারত কোহলির দুর্দান্ত বাউন্ডারিতে জয় নিশ্চিত করে, যেখানে তিনি অপরাজিত সেঞ্চুরি (১০০ রান) করেন।

আরও পড়ুন …. 🤪CT 2025-তে বিরাট সুবিধা পাচ্ছে ভারত! রোহিতরা সেমির কাছে পৌঁছাতেই ICC-কে তোপ কামিন্সের

ভক্তদের প্রতিক্রিয়া

꧒পাকিস্তানি ভক্তরা স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ হন, তবে অনেকেই রসবোধ বজায় রেখে নিজেদের দলের ব্যর্থতার কথা তুলে ধরেন। একজন বলেন, ‘আমরা অসহায়, ক্রিকেট আমাদের জন্য এক অমোঘ যন্ত্রণা। দয়া করে আমাদের সন্তানদের ফুটবল খেলান, এই খেলাকে আমাদের সঙ্গেই কবর দিন!’

ജআরেকজন ভারতীয় দলকে ব্যঙ্গ করে লেখেন, ‘ছোটদের ওপর অত্যাচার করা বন্ধ করো, এবার অস্ট্রেলিয়ার দিকে মন দাও!’ একজন লিখেছেন, ‘'লজ্জা করো ভারত, বাচ্চাদের এভাবে র‍্যাগিং করছো!’ অনেকে আবার স্পষ্ট করে দেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য স্পষ্ট। এক ভক্ত লেখেন, ‘পাকিস্তানের খেলোয়াড়রা এখন সাধারণ মানের, ভারতীয়দের সঙ্গে তুলনা করা ভুল। সেই সময় কেটে গেছে, যখন পাকিস্তান বিশ্বমানের খেলোয়াড় তৈরি করত। এখন এই দল কোনও স্থানীয় ক্লাবে খেলতে পারে, আন্তর্জাতিক স্তরে নয়!’

🌃অনেকেই দলের পরিবর্তনের দাবি জানান, যেখানে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ছিলেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। তবে মাঠের রেষারেষির বাইরে কিছু আবেগঘন মুহূর্তও ধরা পড়ে। বিরাট কোহলি বাবর আজমের পিঠে হাত রাখেন সান্ত্বনার ভঙ্গিতে, যা এক ভক্তের ভাষায় ছিল, ‘দাদা-ভাইদের মতো বিষয়।’ এছাড়া, কোহলি নাসিম শাহের জুতোর ফিতে বেঁধে দিয়ে ভক্তদের মন জিতে নেন।

সেমিফাইনালের দৌড়ে ভারত এগিয়ে, পাকিস্তান প্রায় ছিটকে গিয়েছে

🌞এ দিনের হারের পর পাকিস্তান দুই ম্যাচের দুটিতেই পরাজিত হয়ে প্রায় বিদায়ঘণ্টা শুনতে পাচ্ছে। এখন তাদের ভাগ্য নির্ভর করছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারতের বাকি ম্যাচগুলোর ওপর। অন্যদিকে, ভারত টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।

ক্রিকেট খবর

Latest News

⛄লখনউয়ের পিচ দেখে মনে হল পঞ্জাবের কিউরেটর বানিয়েছেন: জাহির খানের বিতর্কিত মন্তব্য 🌌উত্তরকন্যার পাশেই মিলল ছাত্রীর দেহ, অভিযোগ ধর্ষণ-খুনের, আটক বন্ধু-বান্ধবী 🅠রান্নাঘরের এই ৪ জিনিস বের করুন একবার, দেখলেই লেজ তুলে পালাবে টিকটিকির দল ♏মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২ এপ্রিলের রাশিফল ജকুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২ এপ্রিলের রাশিফল ജমকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২ এপ্রিলের রাশিফল 🌸ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২ এপ্রিলের রাশিফল ♍বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২ এপ্রিলের রাশিফল 𓃲তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২ এপ্রিলের রাশিফল 💜কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২ এপ্রিলের রাশিফল

IPL 2025 News in Bangla

ℱলখনউয়ের পিচ দেখে মনে হল পঞ্জাবের কিউরেটর বানিয়েছেন: জাহির খানের বিতর্কিত মন্তব্য 🍃শ্রেয়সকে জড়িয়ে ধরলেন, পন্তের দিকে আঙুল তুললেন! ফের বিতর্কে LSG-র কর্ণধার 𒀰লগানের গুরানের মতো স্কুপ শটে চার হাঁকালেন, লখউতে দ্রুততম হাফসেঞ্চুরি প্রভসিমরনের ꦜ‘নোটবুক সেলিব্রেশন’ করে বিপদে LSG-র দিগ্বেশ! শাস্তি দিল BCCI, ট্রোল করল পঞ্জাব 💜LSG vs PBKS, IPL 2025: পরিস্থিতিই বুঝিনি… ঘরের মাঠে খেলেও আজব অজুহাত পন্তের 🦋HCA-র সঙ্গে কাব্য মারানের SRH-এর সব সমস্যা মিটে গেল! স্বাক্ষরিত হল শান্তিচুক্তি ܫভিডিয়ো: IPL 2025-এর LSG vs PBKS ম্যাচে পন্টিংয়ের মন জিতল বল বয়ের অসাধারণ ক্যাচ 𓆏IPL 2025 Points Table: ২-এ পঞ্জাব, নামল লখনউ! PBKS-র জয়ে MI-র লাভ, নেমে গেল DC ꦯPBKS নিতে পারে ভেবে ‘টেনশনে’ ছিলেন, LSG-কে উড়িয়ে পন্তকে পালটা খোঁচা শ্রেয়সদের ജভিডিয়ো: এটাই কি IPL 2025-এর সেরা ক্যাচ! বিষ্ণোই-বাদোনির জুটিতে আউট প্রভসিমরন

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88