আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অভিযান শুরু করলেও টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হয় ভারতের যুব দলকে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। আজান আওয়াইসের দুরন্ত শতরানের সুবাদে পাকিস্তান টুর্নামেন্টে টান🍌া দ্বিতীয় জয় তুলে নেয়। তারা নিজেদের প্রথম🍒 ম্যাচে হারিয়ে দেয় নেপালকে।
রবিবার দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-পাকিস্তান। 𝄹টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান পাক দলনায়ক তথা উইকেটকিপার সাদ বেগ। ভারত মাত্❀র ৪৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে ক্যাপ্টেন উদয় সাহারানের সঙ্গে জুটি বেঁধে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান ওপেনার আদর্শ সিং।
ভারত শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫🐭৯ রানের চ্যালেঞ্জিং ইনিংস গড়ে তোলে। ওপেনার আদর্শ ছাড়াও হাফ-সেঞ্চুরি করেন সচিন ধাস ও ক্যাপ্টেন উদয় সাহারান। আদর্শ ৮১ বলে ৬২ রানের কার্যকরী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। সচিন ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন। উদয় 🍨৫টি বাউন্ডারির সাহায্যে ৯৮ বলে ৬০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন।
এছাড়া অর্শিন কুলকার্নি 🍎৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৪ রান করে আউট হন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করেন আরাভেল্লি অবনিশ। পাকিস্তানের ৬ ফুট ৮ ইঞ্চির পেসার মহম্মদ জীশান ১০ ওভার বল করে ১টি মেডেন-সহ ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট দ𒁃খল করেন। ২টি করে উইকেট নেন আমির হাসান ও উবেদ শাহ। ১টি উইকেট নেন আরাফত মিনহাস।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়🗹। ﷽১৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে তারা। অনবদ্য শতরান করেন আজান। তিনি ১০টি বাউন্ডারির সাহায্যে ১৩০ বলে ১০৫ রান করে অপরাজিত থাকেন। অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি করেন সাদ বেগ। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৬৮ রান করে নট-আউট থাকেন।