পূর্ণ-সময়ের অধিনায়ক হিসাবে টি২০-তে অভিযান শুরু করতে চলেছেন সূর্যকুমার যাদব। ভারত ২৭ জুলাই পাল্লেকেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচ খেলবে। আর সেই ম্যাচের হাত ধরেই নতুন ভূমিকায় পথ চলা শুরু করবেন সূর্য। তিনি এর আগে ঘরোয়া ম্যাচে মুম্বই দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া গত বছরের নভেম্বরে সূর্যের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। ডিসেম্বরে আবার দক্ষিণ আফ্রিকা স♒ফরে, ভারত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করেছিল। অধিনায়ক ছিলেন স্কাই।
আরও পড়ুন: সঞ্জু, রুতু, অভিষেকরা কি🐲 দলে জায়গা পাওয়ার যোগ্য নন? জবাব দিতে গিয়ে হোঁচট খেলেন আগরক💖র
ভারতীয় দল ইতিমধ্যেই সোমবার বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছে, মঙ্গলবারই পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েছে। নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরও মাঠে নেমে দলের দায়িত্ব নিয়ে ফেললেন। প্রশিক্ষণ সেশন শুরুর আগে, সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী, সনি স্পোর্টস নেটওয়ার্কে আবার অক🦹্ষর প্যাটেলকে নিয়ে সূর্যের পরিকল্পনা ফাঁস হয়ে যায়।
আরও পড়ুন: কাপ হাতে নিয়ে চিৎকার করে কেঁদে ফেলেছিলেন… অন্য দ্র🔯াবিড়ের গল্প শো൲নালেন অশ্বিন
সনি স্পোর্টসের ভিডিয়োতে দেখা গিয়েছে যে, সূর্য এবং মহম্মদ সিরাজ সিঁড়ি দিয়ে মাঠ নামছেন। তাঁদের পিছনেই মাঠে নামছেন অক্ষর প্যাটেলও। মাঠে নেমে সূর্য জগিং করতে শুরু করবে, তার আগেই পিছন ফিরে অক্ষরকে সতর্ক কর𝓰েন। ধীরে ধীরে মাঠে নামার কথা বলেন তিনি। এর পরেই মজা করে বলেন, ‘তৃতীয়-চতুর্থ ওভারের পর শুধু তোমাকেই দেখা যাবে।’ তবে সূর্যের এই বক্তব্য থেকে পরিষ্কার, ভারতীয় দল অক্ষরকে বোলিংয়ের সময়ে পাওয়ারপ্লেতেই বল করাবে। পাওয়ার প্লে-র তৃতীয় বা চতুর্থ ওভারের পরেই হয়তো আক্রমণে নিয়ে আসা হবে অক্ষরকে। শ্রীলঙ্কায় স্পিনারদের জন্য অনুকূল পরিস্থিতির কারণে এটি করা হতে পারে।
গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও যেমন দেখা গিয়েছিল যে, ভারতের পূর্ববর্তী টি-টোওয়েন্টি অধিনায়ক রোহিত শর্মাও পাওয়ার প্লে-তে অক্ষরকে প্রায়ই ব্যবহার করেছিলেন। তবে গত দুই বছরে পাল্লেকেলে-তে খেলা শেষ ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে স্পিনাররা (৬৭) কিন্তু পেসারদের (৭৭) তুলনায় কম উইকেট নিতে পেরেছেন, কিন্তু এই ভেন্যুতে তাঁরা তুলনায় কম রান (৭.৭৩) দিয়েছেন।
আরও পড়ুন: ভারতকে দ্বিপাক্ষিক 🎀T20I সিরিজের ܫকোনও প্রস্তাবই দেওয়া হয়নি- ভোল বদলে দাবি PCB-র
সূর্যকুমারের মন্তব্যটি নিশ্চিত করেছে যে, অক্ষর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে প্লেয়িং একাদশে থাকবেন। এই মাসের শুরুতে জিম্বাবোয়ে সফরে তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার জেতা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপের থেকে আপাতত টি২০-র ক্💃ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে অক্ষরকেই। তবে লেগ-স্পিনার রবি বিষ্ণোই কিন্তু অক্ষরের সঙ্গে একাদশে ঢোকার লড়াইয়ে থাকবেন।
এই সিরিজটি পুরুষ দলের প্রধান কোচ হিসাবে গম্ভীরের মেয়াদেরও সূচনা💯 হবে। এর পরে কলম্বোতে ৩ থেকে ৭ অগস্টের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে, যার হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত প্রস্তুতি শুরু করবে।