সূর্যকুমার যাদব শ্রীলঙ্কা সফরের জন্য কঠোর পরিশ্রম করছেন। ভারতের টি২০ অধিনায়ক হিসাবে তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। এবং যে চ্যালেঞ্জটি বেশ কঠিনও। রোহিত শর্মা টি২০ থেকে অবসর নেওয়ার পর, হার্দিক পান্ডিয়ার পরিবর্তে এই ফর্ম্যাটে সূর্যকে অধিনায়ক করা হয়েছে। যা নিয়ে এখনও কম-বেশি বিতর্ক চলছে। তাই সূর্যকুমারের উপর নিজেকে অধিনায়ক এবং ব্যাটার হিসাবে প্রমাণ করার চাপটা কিন্তু একটু বেশিই থাকবে। ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হবে। শ্রীলঙ্কা💯 উড়ে যাওয়ার আগে নিজেকে তাই ভালো ভাবে ঝালিয়ে নিচ্ছেন স্কাই।
নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতি শুরু
💝সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই ভিডিয়ো শেয়ার করেছেন সূর্য। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ছয় ম্যাচের সাদা-বল সিরিজের আগে অনুশীলনে ডুবে স্কাই। যদিও, সূর্যকুমার শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবেন, যা শুধুমাত্র পাল্লেকেলেতে খেলা হবে এবং ৩০ জুলাই শেষ টি২০ হবে। ভিডিয়োতে তীব্র গতিতে রানিং অনুশীলন করতে দেখা গিয়েছে সূর্যকে। ফিটনেস বাড়ানোর জন্যই এই প্রশিক্ষণ। এর পাশাপাশি তাঁকে ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘এটা কি সহজ হবে? না। এটা মূল্যবান হবে? একেবারে।’ তাঁর মুখে ছিল চওড়া হাসি। তিনি নিজের সেরাটা দিতে যে শ্রীলঙ্কায় মরিয়া হয়ে রয়েছেন, তা যেন তাঁর শরীরি ভাষায় পরিষ্কার ধরা পড়েছে।
আরও পড়ুন: 🦄রেকর্ড রান করে বড় জয় ছিনিয়ে নিলেন হরমনরা, হল ইতিহাস, সেমির পথে এক পা ভারতের
𝓀তিনি পোস্টটির ক্যাপশন দিয়েছেন, ‘প্রতিদিনই সবটা দেওয়া, ১০০ শতাংশ’। উল্লেখযোগ্য ভাবে, ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বলিউড ফিল্ম ‘ভাগ মিলখা ভাগ’-এর অনুপ্রেরণামূলক সঙ্গীত ব্যবহার করেছেন সূর্য।
💧সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের এত ভালোবাসা, সমর্থন এবং শুভেচ্ছাবার্তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিগত কয়েক সপ্তাহটা আমার জন্য স্বপ্নের মতোই কেটেছে এবং সত্যিই কৃতজ্ঞ।’
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নতুন ইনিংস সূর্যের
🍰২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে হেরে হৃদয় ভাঙার ঠিক পরেই, ভারত সূর্যকুমারের নেতৃত্বে ক্ষত নিরাময় করেছিল, গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে। ডিসেম্বরে আবার দক্ষিণ আফ্রিকা সফরে, স্কাইয়ের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করেছিল। রোহিত উল্লেখযোগ্য ভাবে ১৪ মাস বিরতির পরে আফগানিস্তান সিরিজে টি২০ অধিনায়কত্বে ফিরেছিলেন।
🐎রোহিতের নেতৃত্বে গত মাসে বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়। এর পর এই ফর্ম্যাট থেকে রোহিত অবসর নিয়েছেন। এবং ভারতীয় ম্যানেজমেন্ট সূর্যকুমারের হাতে টি২০-র নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে।