মহম্মদ শামি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি অনেক বিষয়ে কথা বলেছেন। তাঁর সাক্ষাৎকারে শামি টিম ইন্ডিয়ার অনেক গোপনীয় মজার বিষয় প্রকাশ্যে এনেছেন। যেমন তিনি দাবি করেছেন, নেটে বল করলে বিরাট কোহলির সঙ্গে তাঁর লড়াই চলে, রোহিত শর্মা খেলতেই চান না। এছাড়াও কোহলি সম্পর্কিত একটি মন্তব্যকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রাক্তন ভারতীয় স্পিনার অমিত মিশ্রকে সেই মন্তব্যের সঙ্গে জড়িয়েই সামান্য বিষয়টি জটিল করা হয়েছে বলে দাবি শামির। তাঁর মতܫে, অমিত মিশ্রকে টেনে তাঁর মন্তব্য বিকৃত করা হচ্ছে। আর সেই কারণেই তিনি স🥃োশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: রেকর্ড রান🍬 কಌরে বড় জয় ছিনিয়ে নিলেন হরমনরা, হল ইতিহাস, সেমির পথে এক পা ভারতের
কী ঘটেছে ঘটনাটি?
আসলে, কিছু দিন আগে অমিত মিশ্র একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে তিনি দাবি করেছিলেন, খ্যাতি পেয়ে পাল্টে গিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলে কোহলির বন্ধু কღম। এর পরে ইউটিউব শো 'আনপ্লাগড'-এ শুভঙ্কর মিশ্রের সঙ্গে কথা বলার সময়ে শামি ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি এবং সিনিয়র ভারতীয় পেসার ইশান্ত শর্মার সঙ্গে শামি তাঁর বন্ধুত্বের কথা বলেছেন। এবং কী ভাবে তাঁর চোটের সময়ে পাশে ছিলেন কোহলি-ইশান্তরা, সেই সম্পর্কে খোলাখুলি ভাবে কথা বলেছেন।আর সেই জবাবই বিকৃতি করা হয়েছে বলে এখন দাবি করেছেন শামি। তিনি ফেক নিউজ করার তীব্র সমালোচনার পাশাপাশি, ‘খবর প্রকাশের আগে তার উৎস যাচাই করার’ অনুরোধও করেছেন।
আরও পড়ুন: Champions Tr🧜ophy 2025-এ কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
কোহলিকে নিয়ে কী বলেন শামি?
শামি দাবি করেছেন, ‘বিরাট কোহলি এবং ইশান্ত শর্মা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার চোটের সময়ে ওরা আমাকে সারাক্ষণ ফোন করে খোঁজ খবর🐻 নিত।’ শামি এই বছরের শুরুতে তাঁর অ্যাকিলিস টেন্ডনে অস্ত্রোপচার করেন। তার আগে থেকেই ২২ গজের বাইরে ছিটকে গিয়েছেন তিনি। যার জেরে তিনি ২০২৪ আইপিএল এবং ২০২৪ টি২০ বিশ্বকাপ মিস করেছেন।
তারকা পেসারের মন্তব্য নিয়ে জলঘোলা
তবে শামির এই মন্তব্য নিয়েই জলঘোলা হয়েছে। কোহলি সম্পর্কে অমিত মিশ্রের মন্তব্যের পালটা খোঁচা হিসাবে বলা হচ্ছে এটিকে। প্রসঙ্গত, একই পডকাস্টে কোহলি সম্পর্কে অমিত মিশ্র বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এ💙র পরেই বলা হয়, একই প্ল্যাটফর্মে বসে অমিত মিশ্রের মন্তব্যকে নস্যাৎ করে খোঁচা দিয়েছেন শামি। আর এই ধরনের প্রতিবেদনেরই তীব্র প্রতিবাদ করেছেন ভারতের তারকা পেসার।
শামির প্রতিবাদ
শামি নিজের এক্স হ্যান্ডলে দু'টি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে তাঁকে নিয়ে ‘ভুয়ো খবর’ লেখা হয়েছে বলে তাঁর দাবি। সঙ্গে তিন✨ি লিখেছেন, ‘অমিত মিশ্র সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করা দেখে হতাশ। প্রকাশের আগജে খবরের উৎস যাচাই করার বিনীত অনুরোধ থাকল।’ শামি আরও একটি নিউজ চ্যানেলকে ট্যাগ করে লিখেছেন, ‘খবরটি সরান এবং একটি সংশোধন জারি করুন।’
চোট থেকে সেরে উঠছেন মহম্মদ শামি
মহম্মদ শামি তাঁর চোট থেকে ধীরেধীরে সেরে উঠছেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে রয়েছেন শামি। শামির গোড়ালির চোট ছিল, যার জন্য তিনি ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করেছিলেন। এবং এখন রিহ্যাবে রয়েছেন। শামির প্রত💫💞্যাবর্তন সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য নেই।