মহিলা এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। পাকিস্তানকে হারানোর পর এবার তারা হারাল সংযুক্ত আরব আমিরশাহিকে। রবিবার ডাম্বুলায় প্রথমে ব্যাট করে রেকর্ড ২০১ রান করেন ভারতের মেয়েরা। সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে হারিয়ে মাত্র ১২৩ রান করে সংযুক্ত আরব আমিরশাহি। ৭৮ রানে তারা ম্যাচ💜টি হেরে বসে থাকে। পরপর দুই ম্যাচ জয়ের পর, ভারত কিন্তু সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল।
রবিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা যে খুব আহামরি করেছিল ভারত, তা কিন্তু নয়। ইনিংসের তৃতীয় ওভারেই দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানার উইকেট হারায় তারা। তখন টিম ইন্ডিয়ার স্কোর মাত্র ২৩। ৯ বলে ১৩ করে আউট হন স্মৃতি। ওপেন করতে নেমে উইকেটে থিতু হতে পারেননি শেফালি বর্মাও। তবে তিনি পাঁচটি চার এবং ১টি ছক্কার হাত ধরে ১৮ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। দয়ালন হেমলতাও হতাশ করেন। মাত্র ২ করে (৪ বলে) সাজঘরে ফেরেন তিনি। ৫.১ ওভারে ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন দলের হাল ধরেন হরমনপ্রীত কৌর।
আরও পড়ুন: Champions Trophy 2025ꦗ-এ কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেনꦦ PCB চেয়ারম্যান মহসিন নাকভি
জেমিমা রডরিগেজকে সঙ্গে নিয়ে হরমন দলের ইনিংস এগিয়ে নিয়ে চলেছিলেন। চতুর্থ উইকেটে তারা ৫৪ রান যোগও করেন। কিন্তু জেমিমা ১৩ বলে মাত্র ১৪ রান করেই আউট হয়ে যান। এর পর ছয়ে ব্যাট করতে নামেন রিচা ঘোষ। রিচার ঝোড়ো ব্যাটিংয়ে হালে পানি পায় ভারত। হরমন এবং রিচা দু'জনেই হাফসেঞ্চুরি হাঁকান। ৭টি চার এবং ১টি ছক্কার সৌজন্য হরমন ৪৭ বলে ৬৬ করে আউট হন। কিন্তু রিচা অপরাজিত থেকে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। রিচা এদিন ২২০.৬৮ স্ট্রাইকরেটে ২৯ বলে অপরাজিত ৬৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল ১২টি চার এবং একটি ছক্কা। এটি টি২০-তে রিচার সর্বোচ্চ স্কোরের নজির। প্রথম বার এই ফর্ম্যাটে হাফসেঞ্চুরি হাঁকালেন রিচা। এশিয়া কাপে ভারতের কোনও উইকেটকিপার প্রথম বার হাফসেঞ্চুরি করলেন꧋।
রিচার সৌজন্যেই ৫ উইকেটে ২০১ রানের পাহাড় গড়ে ভারত। শেষ ওভারের শেষ পাঁচ বলে টানা পাঁচটি বাউন্ডারি হাঁকান রিচা। ভারত এই প্রথম বার মহিলাদের টি২০-তে 🍃২০০ রানের গণ্ডি টপকাল। এর আগে এই নজির তাদের ছিল না। ভারতের আগের সেরা টোটাল ছিল ২০১৮ সালে। মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে ১৯৮ রা🎉ন করেছিল তারা। সেই সঙ্গে এশিয়া কাপের ইতিহাসে কোনও টিমের করা সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন হরমনপ্রীত কৌররা। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে কবিশা ইগোডাগে ২ উইকেট নিয়েছেন।
জবাবে রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটিং বিপর্যর ঘটে। দলের অধিনায়ক এশা ওজা ৩৬ বলে ৩৮ করলেও, তাঁকে সঙ্গত করতে পারছিলেন না কেউই। আর এক ওপেনার তীর্থা সতীশ ৪ করে সাজঘরে 🅰ফেরেন। তিনে নেমে রিনিতা রাজিথ ৭ করে আউট হন। চারে নেমে মাত্র ৫ করেন সামাইরা ধরনিধরকা। কিন্তু পাঁচে ব্যাট করতে নেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন কবিশা ইগোডাগে। তিনি ৩২ বলে ৪০ রান করে অপরাজিতও থাকেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহি করে মাত্র🍬 ১২৩ রান। ৭৮ রানে ম্যাচটি তারা হেরে যায়। ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।