ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার মেয়েদের হোয়াইটওয়াশ করার পর, এবার প্রোটিয়াদের বিরুদ্ধে একমাত্র টেস্টেও দাপট দেখাচ্ছে ভারতের কন্যারা। শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়াই। তাদের দুই ওপেনার শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধানা মিলে ভারতকে পুরো রানের পাহ🐻াড়ে পৌঁছে দেয়। এই জুটি ওপেন করতে নেমে প্রথম উইকেটে ২৯২ রানের পার্টনারশিপ করে ফেলে। সেই সঙ্গে তাঁরা গড়ে ফেলেন একাধিক নজিরও।
আরও পড়ুন: এটা কোহলির খেলার স্টাইলই নয়… বাজে শট খেলে বির🤡াট আউট হওয়ায় তীব্র সমালোচনা শাস্ত্রীর
জুটিতে লুটি
এদিন শেফালি এবং স্মৃতি জোড়া শতরান হাঁকান। স্মৃতি ১৪৯ করে আউট হয়ে গেলেও, শেফালি ১৫০ পার করে ﷽যান। শুরু থেকেই ভারতের দুই ওপেনার মিলে দুরন্ত গতিতে, আত্মবিশ্বাসের সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে দলের ২৯২ রানের মাথায় সাজঘরে ফেরেন স্মৃতি। ১৬১ বলে তিনি🌸 ১৪৯ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ২৭টি চার এবং ১টি ছক্কায়। মাত্র ৮ রানের জন্য এই জুটি তিনশোর মাইলস্টোন স্পর্শ করতে পারেনি ঠিকই, তবে তারা মহিলাদের টেস্টে ওপেনিং জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড করে ফেলেছে। ভারতের দুই কন্যা ভেঙে ফেলেছেন ২০ বছর আগের নজির।
মহিলাদের টেস্টে সর্বোচ্চ ওপেনিং জুটি
স্মৃতি এবং শেফালির ২৯২ রানের পার্টনারশিপ মহিলাদের টেস্ট ক্রিকেটে এখন ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান। এর আগে ২০০৪ সালে করা𝓀চিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের হয়ে মেয়েদের টেস্টে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করেছিলেন কিরণ বালুচ এবং সাজিদা শাহ। তাঁরা প্রথম উইকেটে ২৪১ রান করেছিলেন। সেই রেকর্ড এদিন ছাপিয়ে যান শেফালি-স্মৃতি মিলে। এছাড়া ২০০২ সালে লখনউতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ক্যারোলিন অ্যাটকিন্স এবং আরান ব্রিন্ডল ২০০ রানের পার্টনারশিপ করেছিলেন।
দুই ওপেনারের শতরানের নজির
এখানেই শেষ নয়। মহিলাদের টেস্টের এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি করার ঘটনাও বিরল। এর আগে এই ঘটনা মাত্র এক বারই ঘটেছিল। ২০০৪ সালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে। শার্লট এডওয়ার্ডস ১১৭ রান করেছিলেন। এবং লরা নিউটন করেছিলেন ১০৩ রান। সেই নজিরও এদিন স্প🥃র্শ কর⭕েন ভারতের দুই তারকা ওপেনার।
শেফালির রেকর্ড
শেফালি আবার মহিলাদের টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ভারতীয় 🍨ব্যাটারের তালিকায় নাম তুলেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন শেফালি। তিনি ২০ বছর ১৫২ দিন বয়সে ভারতের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করার স্বাদ পেলেন। এই তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছেন মিতালি রাজ। মিতালি ২০০২ সালে ১৯ বছর ২৫৪ দিন বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন।