২০২৫ আইপিএল নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মালিকদের সঙ্গে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এই মাসের শেষেই বৈঠকে বসবে। আইপিএলের অভ্যন্তরীণ সূত্র অনুসারে, বি👍সিসিআই মালিকদের ৩০ বা ৩১ জুলাই সম্ভাব্য বৈঠকের জন্য উপলব্ধ থাকতে বলা হয়েছে, যদিও সঠিক তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।
কোথায় হবে বৈঠক?
মুম্বইয়ে বিসিসিআই অফিসে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সাধারণত, এই ধরনের মিটিং একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বিসিসিআই ওয়াংখেড়ে স্টেডিয়াম কমপ্লেক্সের ভিতরে তাদের নতুন সংস্কার করা ঝাঁ-চকচকে অফিসে মালিকদের আমন্ত্রণ জানাতে চাইছে। যাতে ফ্র্যাঞ্চাইজির মালিকেরা বোর্෴ডের নতুন অফিসটি দেখতে পারেন।
সভার আলোচ্য বিষয় কী হবে?
সভার প্রধান আলোচ্য বিষয় হবে, খেলোয়াড় রিটেন করা নিয়ে। একটি ফ্♚র্যাঞ্চাইজি ২০২৫ আইপিএলের জন্য কত জন ক্রিকেটারকে রিটেন করবে, সেই সংখ্যা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। কারও কারও যুক্তি, যে কোনও দলের ক্ষেত্রেই ধারাবাহিকতা অপরিহার্য। কারণ বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এখন ১৭ বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান। তাই রিটেন করা প্লেয়ারদের সংখ্যাটি সেই ভাবেই ঠিক করা হোক। অনেকেই চাইছেন, ৮ জন করে প্লেয়ার যেন রিটেন করা যায়।
আরও পড়ুন: Champions Trophy 2025-এไ ꧑কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়ারম্যান মহসিন নাকভি
কিছু ফ্র্যাঞ্চাইজি আবার বিসিসিআইকে জানিয়েছে যে, রিটেন করার কোনও প্রয়োজন নেই। সব প্লেয়ারদেরই মেগা নিলামে তোলা হো꧟ক। সেখান থেকেই সকলে যে যার মতো দল বেছে নিক। তবে প্লেয়ার রিটের করার দিকেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের ভোটটা বেশ��ি।
মেগা-নিলামে একটি রাইট টু ম্যাচ (RTM) বিকল্প থাকবে কিনা, তা নিয়েও বিতর্ক রয়েছে। ক্রিকবাজের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, বিসিসিআই মূল বিষয়গুলি♍র ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলির মতামত চেয়েছে। আইপিএল সিইও হেমাঙ্গ আমিন ফ্র্যাঞ্চাইজিগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। হয় বিভিন্ন শহরে গিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সদর দফতর পরিদর্শন করে বা তাদের এই মাসের শুরুতে বিসিসিআই অফিসে ডেকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
বেতন ক্যাপ নিয়েও আলোচনা হবে। পরবর্তী তিন বছরের চক্রের প্রথম বছরে প্রায় ১২০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীকালে, প্রতিটি খেলোয়াড়ের ধরে রাখার মানও আলোচনার বিষয় হিসাবে উঠে আসতে পারে। পূর্বে, শীর্ষ প্লেয়ারদের দেওয়া হয় বেতন ক্যাপের প্রায় ১৬-১৭ শতাংশ। যদি একই নীতি অনুসরণ করা হয়, তাহলে শীর্ষস্থানীয় রিটেন করা খেলোয়াড়ের বেতন এবার প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি বা সামান্য বেশি হতে পারে। তবে, এট🍬ি আপাতত অনুমানমূলক হিসাবে বলা হচ্ছে। বিসিসিআই রিটেন করা খেলোয়াড়দের বেতন নির্ধারণের ফর্মুলা এই বৈঠকে ব্যাখ্যা করবে বলে আশা করা হচ্ছে।