🧔 শক্তিমান মানেই মুকেশ খান্না। শক্তিমান এমন একজন সুপারহিরো ছিল, যে দুষ্টের দমন করে নব্বইয়ের দশকে বেড়ে ওঠা ছেলেমেয়েদের কাছে আইকন হয়ে উঠেছিল। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেলিভিশন জগতের রীতিমতো রাজ করেছিল দূরদর্শনের সিরিয়াল। প্রায় ২৫ বছর পর ফের বড়পর্দায় আসতে চলেছে এই সুপারহিরো।
ꦫশক্তিমান চরিত্রে প্রথম থেকেই রণবীর সিং- এর অভিনয় করার কথা ছিল,যদিও সেই নিয়ে এখনও কথা চলছে। তবে সম্প্রতি একটি ভিডিয়োয় শক্তিমানের কস্টিউম পরে মুকেশ খান্নাকে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সকলে। সুপার হিরো কখনও এমন বয়স্ক হয় না, এমনও মন্তব্য করেছেন অনেকেই। অবশেষে সমস্ত মন্তব্যের জবাব দিলেন মুকেশ খান্না নিজেই।
(আরও পড়ুন: 🏅শেষ হয়ে যাইনি! ফুটপাত ছেড়ে ঝাঁ চকচকে AC রেস্টুরেন্ট খুলল স্মার্টদিদি নন্দিনী, কোথায়?)
✃মুকেশ খান্না বলেন, ‘আমি তো একবারও বলিনি যে আমি ফিরে আসছি। আমি এমনও কোনও কথা বলিনি, আমি শক্তিমান হব। সবাই শুধু বলল, কেন আমি শক্তিমানের কস্টিউম আবার পরেছি। কেউ একবারও প্রশংসা করল না।’
﷽বয়স নিয়ে কটাক্ষের উত্তরে মুকেশ খান্না বলেন, ‘সবাই জানেন আমার বয়স হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, অনেক ইউটিউবার এমন আছেন যারা আমাকে বলেন, আপনি আমার জীবনের সুপার হিরো ছিলেন। সুপার হিরো এমন একটি চরিত্র যার কখনও বয়স হয়ে যায় না। রজনীকান্ত যদি এই বয়সে হিরোর রোল করতে পারে, তাহলে আমিও করতে পারি। বয়স নিয়ে কাউকে ছোট করা উচিত নয়।’
(আরও পড়ুন:ꦍ সত্যিটা সামনে আসছে…’, বিক্রান্তের 'সবরমতী রিপোর্ট'-এর প্রশংসায় পঞ্চমুখ মোদী)
📖প্রসঙ্গত, শক্তিমানের চরিত্রকে অভিনয় করবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছে। শক্তিমানের চরিত্র রণবীরের অভিনয় নিয়েও বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মুকেশ খান্না। যদিও পরবর্তীকালে তিনি বলেন, ‘রণবীর ভীষণ ভালো একজন অভিনেতা। ভীষণ প্রাণবন্ত একজন ছেলে।’ তবে শক্তিমান চরিত্রে রণবীরকে আদৌ মানাবে কিনা, এই বিষয়ে কোনও কথা বলেননি মুকেশ খান্না।