টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল আয়ারল্যান্ডকে হারিয়ে তাদের বিশ্বকাপের অভিযান শুরু করেছিল। এরপর পাকিস্তানকে হারায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার খারাপ ফর্মﷺ দলের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে, হার্দিক পান্ডিয়া ১৪ ম্যাচে বোলার হিসাবে ১০.৭৫ গড়ে ১১ উইকেট নিয়েছিলেন, কিন্তু ব্যাটসম্যান হিসাবে খারাপভাবে ফ্লপ করেছিলেন তিনি। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও হার্দিক পান্ডিয়ার ব্যাট সেভাবে কথা বলেনি।
‘হার্দিক পান্ডিয়া আত্মবিশ্বাসে ভরপুর, এটাই...’
এবার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে। তিনি বলেছেন যে যদিও হার্দিক পান্ডিয়া আইপিএলে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে ব্যর্থ হয়েছেন, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সে যে ভালো করবে তাতে কোনও সন্দেহ নেই। তিনি বলেন, হার্দিক পান্ডিয়া আত্মবিশ্বাসে ভরপুর, তার শুধু ছন্দ দরকার, একবার ছন্দে ফিরলেইꦦ সব ঠিক হয়ে যাবে। তবে, ভারতীয় দলে🐼র বোলিং কোচ পরশ মামব্রে স্বীকার করেছেন যে সে হয়তো সহজে ছন্দ পাবে না।
কী বললেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে?
ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে বলেন, ‘হার্দিকের সামর্থ্য নিয়ে তার আত্মবিশ্বাস কখনওই সন্দেহের মধ্যে ছিল না। কখনও কখনও আপনি যাই করুন না কেন, আপনি ছন্দ ফিরে পাবেন না। আপনি ধারাবাহিকভাবে বোলিং করছেন, কিন্তু আপনি কেবল একটি ছন্দে খুঁজে পাচ্ছ൲েন না। তার কাজের নীতি একই ছিল। আমরা জানতাম সে ভালোই করবে।’ এরপরে তিনি আরও বলেন, ‘যদি এমনটা চলতে থাকে তাহলে দু-এক ম্যাচের পর বোলারের ছন্দ চলে আসে। তিনি সেই ছন্দে আসার পরে, আপনি আইপিএল এবং এই টুর্নামেন্টের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।’
আরও পড়ুন… IND vs USA: জাদেজা꧟র অফ ফর্ম নিয়ে আলাদা করে কথা ওবলেছেন দ্রাবিড়, ফাঁস করলেন সহকারি কোচ
হার্দিক পান্ডিয়া বোলিংয়ে জ্বলে উঠলেও ব্যাটিংয়ে...
হার্দিক পান্ডিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি, তবে বোলার হিসেবে তিনি চার ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ১২ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে এই অলরাউন্ডার অবশ্যই বোলিংয়ে তার শক্তি দেখিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে হার্দি🐽ক পান্ডিয়া ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ফখর জামান ও শাদাব খানকে নিজের শিকারে পরিণত করেন এই অলরাউন্ডার।