Alyssa Healy: হরমনপ্রীতদের ভারতীয় দল যখন ইত𓆏িহাস গড়েছিল তখন এক মজার ছবি দেখা গিয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচ জেতার পরে যখন ভারতীয় দলের সদস্যরা সেলিব্রেশন করছিলেন তখন সেই মুহূর্ত গুলো ক্যামেরায় বন্দি করে রাখছিলেন অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলি। বিষয়টা অবাক ম꧋নে হলেও, এটাই সত্যি। আর এই মুহূর্তের ছবি দারুণ ভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এভাবেই মন জিতেছেন অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলি।
আসলে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলি কতটা বড় মনের সেটা এই ছবিতেই স্পষ্ট। যখন কোনও দল এত বড় ব্যবধানে পরাজিত হয় তখন সেই দল হতাশায় ডুবে যায়। সেই সময় তারা নয় মাথা নীচু করে থাকে, নয়তো কারোর সঙ্গে কথা বলেন না। অন্যদিকে যখন কোনও দল জেতে তখন তারা সেলিব্রেশন করেন এবং নিজেদের সেই মুহূর্ত তারা নিজেদের ক্যামেরায় ধরে রাখেন। তবে এখানে বিষয়টা একেবারেই আলাদা ছিল। অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলি, ম্যাচ হারলেও প্রতিপক্ষের জয়কে সম্মান করেছিলেন এবং প্রত🅘িপক্ষের জয়ের মুহূর্ত নিজের ক্যামেরায় ধরে রেখেছিলেন।
অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলির কথাতেও সেটা প্রকাশ পায়। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘ভারতে আসা এবং টেস্ট ক্রিকেটে খেলার অভিজ্ঞতাটা অস꧙াধারণ ছিল। এখানে জেতাটা সহজ নয় এবং আমরা এটা এখানে এসে ভালো ক🦩রেই বুঝতে পেরেছি। আমাদের একটি খারাপ দিন ছিল- প্রথম দিনে, আমরা অনেক লড়াই করেছিলাম। আমরা এখান থেকে প্রতি পদে পদে শিখেছি। ভারতীয় দলের কাছে ফেয়ার প্লে যাবে, তারা একটি আশ্চর্যজনক কাজ করেছে। তারা আমাদের উপর অনেক বেশি রানের চাপ দিয়েছিল। আমরা যদি ৩০০-র বেশি রান করতাম তবে সম্ভবত এটি একটি ভিন্ন ছবি দেখা যেত। আমরা কন্ডিশন থেকে কিছুটা আত্মবিশ্বাস নিতে পারি। সিরিজে এখনও ছয় ম্যাচ বাকি। মেয়েরা গত চারদিন বেশ উপভোগ করেছে।’
ম্যাচের চতুর্থ দিনের কথা বললে, এই দিনটা ভারতের মেয়েদের নামে লেখা ছিল। ভারত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৬১ রানে অলআউট করে দেয়। ক্যাঙ্গারু দলের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জিততে ৭৫ রানের টার্গেট পেযﷺ়েছিল ভারত। এই স্কোর তাড়ꦉা করতে নেমে চার রানে শেফালি বর্মার রূপে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। তিনি কিম গার্থের শিকার হয়েছিলেন। চার বলে চার রান করে আউট হয়েছিলেন শেফালি। পরে স্মৃতি মান্ধনার সঙ্গে ইনিংস সামলান রিচা ঘোষ। রিচাও ৩২ বলে ১৩ রান করে আউট হয়ে যান। ফলে কাজটা এসে পড়ে জেমিমা ও স্মৃতির উপর। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহজেই ম্যাচটা বের করে আনেন স্মৃতি। জেমিমাও তাঁকে যোগ্য সঙ্গ দেন। এদিন স্মৃতি করেন ৬১ বলে ৩৮ রান, অন্যদিকে জেমিমা ১৫ বলে ১২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আট উইকেটে ম্যাচটি জিতে ইতিহাসের পাতায় নাম তুলে নেয় হরমনপ্রীতদের নিয়ে তৈরি ভারতীয় মহিলার ক্রিকেট দল।