শুভব্রত মুখার্জি:- ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা দল। টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয়ের পরে ওয়ানডে ফর্ম্যাটের প্রথম ম্যাচে ভারত লড়াই করেও হেরেছিল। দ্বিতীয় ম্যাচে আশা ছিল হরমনপ্রীতরা জিতবেন।জিতে সিরিজে সমতা ফেরাবেন। ম্যাচে দুরন্ত লড়াই করল ভারত। অনবদ্য লড়াই করলেন বাঙালি কন্যা রিচা ঘোষ। তবে একেবারে শেষ মুহূর্তে এসে অল্পের জন্য হারতে হল ভারতকে। তবে হারের মধ্যেও ভারতীয় দলের জন্য এই ম্যাচে রয়েছে অনেক পজিটিভ। আর তা ধরা পড়ল ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের গলাতেও। তিনি জানিয়েছেন ভালো বল করেছি। দলের খেলায় গর্বিত। তবে অস্ট্রেলিয়া ম্যাচটা বের🌞 করে নিয়ে গেছে।
ম্যাচ শেষে হরমনপ্রীত জানিয়েছেন, ‘আমরা খুব ভালো বোলিং করেছি। আমরা জানতাম আমাদের সবসময় উইকেট নিতে হবে। তাহলেই ম্যাচে আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ থাক𝐆বে। এই ম্যাচে আমাদের জন্য অনেক বেশি পজিটিভ ছিল। আমি জানি অস্ট্রেলিয়া আমাদের হাত থেকে ম্যাচটা বের করে নিয়ে গেছে। আমি আমার দলকে নিয়ে গর্বিত। যেভাবে আমরা খেলেছি তা কুর্নিশযোগ্য। রান তাড়া করার সময়ে শেষের দিকে আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। রিচা খুব ভালো খেলেছে। জেমিমা ওঁকে মাঝের ওভারে সাহায্য করেছে। আমরা জানতাম অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ খুব বড়। ওদেরকে ৩০০'র নীচে থামাতে পারাটা খুব বড় একটা পজিটিভ বি🅘ষয়। আমরা জানতাম এই রানটা আমরা তাড়া করতে পারব।’
তিনি আরও যোগ করে বলেন, ‘রান তাড়া করার সময়ে আমরা শ🅷েষের দিকে একেবারেই সচেতনতা দেখাইনি। সেটাই শেষ পর্যন্ত আমাদের সমস্যায় ফেলে দিয়েছে। ড্রপ ক্যাচ খেলার একটা অঙ্গ। এই ক্যাচগুলো ধরতে পারলে হয়তো খেলার ফল অন্যরকম হত। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল এই হার থেকে কামব্যাক করা।’ এদিন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৫৮ রান করে। ওপেনার ফোয়েবে লিচফিল্ড ৬৩, এলিস পেরি ৫০ রান করেছেন। ভা🌳রতের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ২৫৫ রানেই আটকে যায় ভারতীয় দল। রিচা ঘোষ এদিন অনবদ্য ৯৬ রানের ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন স্মৃতি মন্ধনা (৩৪), জেমিমা রডরিগেজ (৪৪) এবং দীপ্তি শর্মা (২৪)। তবে শেষ পর্যন্ত মাত্র ৩ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে।