আসন্ন মহিলা এশিয়া কাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বধীন ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন সিনিয়র ক্রিকেটারদের প্রায় প্রত্যেকেই। প্রত্যাশা মতোই হরমনপ্𝔉রীতের ডেপুটি নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধনা।
স্কোয়াডে রয়েছেন শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজরা। রিচা ঘোষের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন উমা ছেত্রী। অভিজ্ঞ অরুন্ধতী রেড্ডিরও নাম রয়েছে স্কোয়াডে। ൩যদিও শিকে ছেঁড়েনি বাংলার সাইকা ইশাকের ভাগ্যে। সাইকাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাচ্ছে ভারত। সাইকার সঙ্গে রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শ্বেতা শেরাওয়াত, তনুজা কানওয়ার ও মেঘনা সিং।
আগামী ১৯ জুলাই শুরু হবে ৮ দলের এই টুর্নামেন্ট। ভারত মহিলা এশিয়া কাপের এ-গ্রুপে জায়গা পেয়েছে। গ্রুপ লিগে ভারতের লড়াই নেপাল, আমিরশাহি ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ১৯ জুলাই অর্থাৎ টুর্নামেন্টের প্রথম দিনেই ভারতের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে। ২১ জুলাই ভারত মাঠে নামবে 𒅌আমিরশাহির বিরুদ্ধে। ২৩ জুলাই গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে।
টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মাল🍒য়েশিয়া ও থাইল্যান্ড। উভয় গ্রুপ থেকে ২টি🅷 করে দল সেমিফাইনালে উঠবে। ২টি সেমিফাইনাল খেলা হবে ২৬ জুলাই। ২৮ জুলাই অনুষ্ঠিত হবে মহিলা এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।
টুর্নামেন্টের সব ম্যাচগুলি খেলা হবে ডাম্বুলায়। উল্লেখ্য, ভারতই মেয়েদের এশিয়া কাপের ইতিহাসে সব থেকে সফল দল। এখনও পর্যন্ত সব থেকে বেশি ৭ বার এশিয়া কাপের খেতাব জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। কেবলমাত্রꦫ ২০১৮ সালের ফাইনালে বাংলাদেশের কা💟ছে পরাজিত হয় ভারত। ২০২২ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জেতেন হরমনপ্রীত কৌররা। সেই নিরিখে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে ভারত।
মহিলা এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যা♎প্টেন), শেফালি বর্মা, দীপ্ত শর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), উমা ছেত্রী (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভনা, রা﷽ধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল ও সজনা সজীবন।
ট্রাভেলিং রিজার্ভ♚- শ্বেতা শেꦉরাওয়াত, সাইকা ইশাক, তনুজা কানওয়ার ও মেঘনা সিং।
এশিয়া কাপের গ্রুপ লিগে ভারতের সূচি
১৯ জুলাই: ভারত বনাম পাকিস্তান (ডাম্বুলা, সন্ধ্যা ৭টা)।
২১ জুলাই: ভারত বনাম আমিরশাহি (ডাম্বুলা, দুপুর ২টো)।
২৩ জুলাই: ভারত বনাম নেপাল (ডাম্বুলা, সন্ধ্যা ৭টা)