বর্ডার-গাভাসকর ট্রফির আগেই গত নিউজিল্যান্ড সিরিজে চোট সারিয়ে মাঠে ফিরতে চেয়েছিলেন মহম্মদ শামি। তবে প্রত্যাশার তুলনায় দীর্ঘ হয় তাঁর রিহ্যাব। পুরোপুরি ম্যাচ ফিট হননি বলে বর্ডার-গাভাসকর ট্রফির ভারতীয় স্কোয়াডেও জায়গা হয়নি শামির। তবে তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন ইতিমধ্যেইꦆ।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে বাংলার হয়ে মাঠে নামেন শামি। দুই ইনিংস মিꦕলিয়ে ৭ উইকেট নিয়ে শামি নিজের ফর্ম ও ফিটনেসের প্রমাণ দিয়েছেন একই সঙ্গে। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথেই শামির অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে বিস্তর জল্পনা চলছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্𒁏জি ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় উড়ে যেতে পারেন শামি। পরে শোনা যায় যে, দ্বিতীয় টেস্༺টের আগে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তারকা পেসার। শামির ছেলেবলার কোচও জানান যে, অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বাংলার পেসার। যদিও সেই সম্ভাবনা এখনও জোরালো রূপ নেয়নি।
কেননা বাংলার সৈয়দ মুস্তাক আলি স্কোয়াডে শাম💃ির নাম থাকায় ধরে নেওয়া হচ꧒্ছে যে, তড়িঘড়ি তাঁর অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে শামির বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে যোগ দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে মুখ খুললেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল।
বুধবার মর্কেল বলেন, 🌄‘শামির দিকে আমাদের কড়া নজর রয়েছে। একবছর ও খেলার বাইরে ছিল। আপাতত ওর মাঠে ফেরাই আমাদের কাছে বড় বিষয়। ওরে সেরা ছন্দে ফেরাতে সর্বাত্মক চেষ্টা করছি আমরা। শামি একজন বিশ্বমানের বোলার। দেশের নিজেকে নিয়ে কঠোর পরিশ্রম করছে ও।’