শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনিয়র মহিলা দলের পারফরম্যান্সে অভূতপূর্ব উন্নতি হয়েছে। ভারত এখনও পর্যন্ত মেয়েদের ওডিআই এবং টি-২০ ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও শিরোপা জিততে পারেনি তারা। হরমনপ্রীত কৌরের নেতৃ🐓ত্বাধীন ভারতীয় দল অক্টোবর মাসেই খেলতে নামছে মেয়েদের টি-২০ বিশ্বকাপে।
প্রথমে এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বাংলা✅দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সরিꩵয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এবার মুখিয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপের খেতাব জিততে। সেকথা স্পষ্ট করে দিয়েছেন হরমনপ্রীত কৌর।
পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন শিরোপা জয় ছাড়া আর কোনও কিছুই ভাবনা চিন্তা করছেন না হরমনপ্রীত। বিশ্বকাপে পজিটিভ ক্রিকেট খেলার লক্ষ্য স্থির করেই এগোচ্ছেন হরমনপ্রীত তাও নিশ্চিত করে দিয়েছেন তিনি। আমি♒রশাহির পরিব🐬েশের সঙ্গে ভারতের পরিবেশ, বিশেষ করে ২২ গজের অনেকটাই মিল থাকার কথা। সেই সুবিধাকেই কাজে লাগাতে চাইছেন হরমনপ্রীত।
২০২০ টি-২০ বিশ্বকাপের ফাইনাল এবং কমনওয়েলথ গেমস𒉰ের ফাইনালেও ভারত উঠেছিল। যদিও তারা দুবারেই হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার সেই শেষ ধাপের বাধা টপকাতে মরিয়া হরমনপ্রীতরা। হরমনপ্রীতের ট্রফি ক্যাবিনেটে সবꦫ ট্রফি থাকলেও বিশ্বকাপের ট্রফি নেই। ফলে ২০ অক্টোবর ফাইনাল জিততে এখন থেকেই বদ্ধপরিকর তিনি।
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'বিশ্বকাপের মতো মঞ্চে যখন খেলি তখন সবসময়ে আমরা আমাদের সেরাটা দিতে মরিয়া থাকি। নিজেদের সেরাটা উজাড় করে দিই। আমরা অতীতেও বেশ ভালো পারফরম্যান্স করেছি। সেই পারফরম্যান্স এবার ধরে রাখতে চাই। আর তা ধরে রেখেই শেষ ধাপের (ফাইনালের) বাধা পেরতে চাই। আশা করছি এবার আ♛মরা ফাইনালের বাধা টপকাতে পারব। ফাইনালটা এবার আমরাই জিতব আশা রাখি। আমরা খুব বেশি আমিরশাহিতে ক্রিকেট খেলিনি। ফলে ওখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের খুব বেশি পরিচিত নয়। তবে আমার মনে হয় ভারতীয় পরিবেশ পরিস্থিতির সঙ্গে ওখানকার পরিবেশ পরিস্থিতির মিল থাকবে।'