ভারতীয় দলের বেশকিছু ক্রিকেট সমর্থকের উপর বেজায় চটেছন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদ൩ন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। সম্প্রতি তিনি একটি বড় বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি টিম ইন্ডিয়ার সমর্থক গ্রুপ ‘ভারত আর্মি’-দের নিয়ে বড় মন্তব্য করেছেন। আসলে ভারত আর্মির সমর্থকেরা ভারতের জাতীয় পতাকার সঙ্গে এমন একটি কাজ করেছেন যেটা মানতে ဣপারেননি গাভাসকর।
সুনীল গাভাসকর কোন বিষয়টি মানতে চাইছেন না-
আসলে ভারত আর্মি নামে𓆏 খ্যাত এই ভক্তরা স্টেডিয়ামে ভারতীয় দলকে সমর্থন করতে আসেন। সেই সময়ে তারা জাতীয় পতাকা হাতে ভারতের জয়ের ধ্বনি দিতে থাকে🍸ন। তবে স্টেডিয়ামে তারা যে জাতীয় পতাকা নিয়ে চিৎকার করেন সেটির উপর ভারত আর্মি লেখা থাকে। এই বিষয়টি কিছুতে হজম করতে পারছন না সুনীল গাভাসকর। এই বিষয়টি নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন কিংবদন্তি ক্রিকেটার।
আরও পড়ুন… কলকাতা দ্বিতীয় নয়, চতুর্থ পছন্দ ছিল শাহরুꦜখের! নাইট মাল✨িকের সত্যি ফাঁস করলেন ললিত মোদী
‘ভারত আর্মি’-র এই কাজ দেখে চটলেন সুনীল গাভাসকর-
দেশের জাতীয় পতাকার উপরে কোনও নাম বা নিজেদের ফ্যান ক্লাবের নাম না লেখার অনুরোধ করেছেন সুনীল গাভাসকর। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসরর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন এবিসি স্পোর্টসের সঙ্গে ধারাভাষ্য করার সময় সুনীল গাভাসকর এইཧ মন্তব্য করেছেন। তিনি মনে করেন এতে জাতীয় পতাকার মর্যাদা নষ্ট হয়। সেই কারণেই ভারত আর্মির কাছে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে অনুরোধ করেছেন সুনীল গাভাসকর।
আরও পড়ুন… Video: ব্রেট লির অ্যাকশন ও সেলিব্রেশন💙কে কপি করলেন জসপ্রীত বুমরাহ! ভাইরাল দুই তারকার আড্ডা
‘ভারত আর্মি’ কে কী উপদেশ দিলেন সুনীল গাভাসকর-
সুনীল গাভাসকর বলেছিলেন যে ভারত আর্মির উচিত ভারতীয় পতাকাকে সম্মানজনকভাবে ব্যবহার করা। দেশের জাতীয় পতাকাকে পোশাক বা কাস্টম ইউনিফর্ম হিসাবে ব্যবহার না করা। সুনীল গাভাসকর বলেন, ভারতীয় পতাকা সংক্রান্ত আমাদের আইন পরিষ্কার, যে 🧜কোনও কাপড়, পোশাক বা কম্বলে জাতীয় পতাকা ছাপানোর অনুমতি নেই। সুনীল গাভাসকর আরও বলেন, ‘ভারত আর্মি যদি নিজের নতুন পতাকা তৈরি করে, আমি নিজেও গর্ব করে তা পরব।’ তিনি আরও জোর দিয়ে বলেছিলেন যে ভারতীয় পতাকার প্রকৃত তাৎপর্য এবং মর্যাদা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং ভারত আর্মির কিছু সদস্য সত্যিই এটি বোঝেন বলে মনে হয় না।
আরও পড়ুন… ভিডিয়ো: আপার কাটে ছক্কা মেরে শতরান দামাল ছেলಌে যশস্বীর, মনে পডꦜ়ল সেহওয়াগের কথা