রোহিত শর্মার নেতৃত্বে ভারতের ছেলেরা ক'দিন আগেই জিতেছে টি-২০ বিশ্বকাপের খেতাব। এবার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতের মহিলা ক্রিকেট দল নামছে টি-২০ বিশ্বকাপের লড়াইয়ে। টুর্নামেন্ট শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একজোড়া প্রস্তুতি ম্🎃🌠যাচে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। এখন দেখার যে, শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে পারেন কিনা হরমনপ্রীতরা।
আপাতত বিশ্বকাপ অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক ভারত কোন গ্রুপে লড়াই চালাবে। টিম ইন্ডিয়ার চারটি গ্রুপ ম্যাচের সূচি ও পূর্ণাঙ্গ স্কোয়াডেও চোখ রাখা꧙ যাক।
মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ বিভাগ
এ-গ্রুপ: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা,🌞 অস্ট্রেলিয়া ও🍰 নিউজিল্যান্ড।
বি-গ্রুপ:𓃲 বাংলাদেশ, স্কটল্যান্ড, ইংল্যান্ড, দক♐্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন:- রিজা হেনড্রিক্স থেকে শামার জোসেফ, SA20-র নিলামে সব থেকে বেশ𒊎ি দাম পেলেন কোন ৫ ক্রিকেটার?
মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপ ম্যাচের সূচি
৪ অক্টোবর ভারত বিশ্বকাপের🦋 প্রথম লিগ ম্যাচে মাঠে নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
৬ অক্টোবর অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচটি আয়োজিত হবে দুবাই ইন্টারন্যাশনা🤡ল স্টেডিয়ামে। খে✅লা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে ৩০ মিনিটে। অর্থাৎ, দুর্গাপুজোর তৃতীয়ার দিনে খেলা হবে ভারত-পাক ম্যাচ।
৯ অক্টোবর লিগের তৃতীয় ম্যাচে ভারত মাঠে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচটিও খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম﷽ে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। উল্লেখ্য, ক'দিন আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে হরমনপ্রীত কৌরদের।
১৩ অক্টোবর লিগের চতুর্থ তথা শেষ ম্যাচে ভারত মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে শারজায়। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ ম🍌িনিটে।
অর্থাৎ, ভারত তাদের ৩টি লিগ ম্যাচ খেলবে দুবাইয়ে। ১টি ম্যাচ খেলা হবে শারজা🌊য়। ১৭ ও ১৮ অক্টোবর খেলা হবে ২টি সেমিফাইনাল ম্যাচ। ২০ অক্টোবর দুবাইয়ে খেলা হবে টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), দয়ালান হেমলতা, জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, 🎃দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, সজীবন সজনা, আশা শোভনা, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, পূজা বস্ত্꧋রকার ও রাধা যাদব।