শুভব্রত মুখার্জি:- ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ড দল পাচ্ছে না তাদের প্রিমিয়র স্পিনার জ্যাক লিচকে। বাঁহাতি এই স্পিনারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের স্পিন বিভাগ কিছুটা হলেও অভিজ্ঞতার অভাবে ভুগছে। টম হার্টলি, শোয়েব বাসির, রেহান আহমেদদের নিয়ে গঠিত এই বোলিং লাইন আপের লাল বলের ক্রিকেটে খেলার মিলিত অভিজ্ঞতা ও জ্যাক লিচের অভিজ্ঞতার ধারে কাছে নেই। লিচ ভার🦄তের বিরুদ্ধে সিরিজে প্রথমে ছিলেন ঠিক। তবে প্রথম টেস্ট চলাকালীন তিনি তাঁর হাঁটুতে দুই দুইবার চোট পান। প্রথম টেস্টে খেললেও এরপর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। এবার আরও খারাপ খবর এল তাঁর এবং ইংল্যা🧔ন্ড ক্রিকেটের ভক্তদের জন্য। হাঁটুর অস্ত্রোপচার এবার করাতেই হবে জ্যাক লিচকে। আর তার মানেই আরও বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে তাঁর।
ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে পাওয়া চোটের ফলে এখন ও কমেনি 🔥হাঁটুর ফোলা। ফলে বেশ অস্বস্তিতে রয়েছেন জ্যাক লিচ। চোট থেকে সম্পূর্ণ সেরে উঠতে অস্ত্রোপচার করাতেই হবে ইংল্যান্ডের বাঁহাতি এই স্পিনারকে। উল্লেখ্য প্রথম ম্যাচের প্রথম দিনই ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চ🌜োট পেয়েছিলেন লিচ। পরদিন সেই চোট আরও মারাত্মক হয়ে ওঠে। কারণ অনুশীলনে ওই এক জায়গায় চোট পান তিনি। ফলে আঘাতের জায়গা ফুলে ওঠে। টেস্টে লিচকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। ছোট ছোট স্পেলে হায়দরাবাদ টেস্টে তাঁকে দিয়ে বল করান। ফলে চোট নিয়েই হায়দরাবাদ টেস্টের পুরোটা খেলতে হয়েছে লিচকে। প্রথম ইনিংসে ২৬ ওভার বোলিং করেন তিনি। এমনকি দ্বিতীয় ইনিংসেও ব্যথা নিয়েই ১০ ওভার বোলিং করেন। দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি।এরপর তাঁকে পাঠানো হয় দেশে। আগামী মঙ্গলবার অস্ত্রোপচার করানো হবে তাঁর।
জ্যাক লিচ জানিয়েছেন, 'ফোলা কমানোর জন্য অস্ত্রোপচার করাতে যাচ্ছি, কারণ এমনিতে কিছুতেই সারছে না।' প্রসঙ্গত গত জুনেও চোট পেয়ে লম্বা সময়ের জন্য ২২ গজের বাইরে ছিলেন লিচ। তাঁকে অ্যাসেজ সিরিজেও খেলাতে পারেনি ইংল্যান্ড। সাত মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। এরপর তিনি মাঠে ফেরেন। আর ফেরার পরপরই ফের পড়লেন চোট সমস্যায়। বিবিসিকে ৩২ বছর লিচ জানিয়েছেন, '(হাঁটুর চোট) খুবইꦫ দুর্ভাগ্যজনক। প্রথম ইনিংসের দ্বিতীয় বলেই ফিল্ডিংয়ের সময় চোট পাই। পুরো ম্যাচ হাঁটুর🍎 সমস্যা নিয়েই খেলতে হয় আমাকে। অস্ত্রোপচার করানোটা দরকার। আশা করছি (এরপর) দ্রুত ক্রিকেটে ফিরতে পারব। (দ্রুত) ক্রিকেটে ফিরতে পারলে এবং ফের ছন্দ ফিরে পেলে বিষয়টি দারুণ হবে। আর হাঁটুর সমস্যা কাটিয়ে ওঠার পর সেটা সম্ভব বলেই আশা করি।'