ভারতের বিপক্ষে বেসরকারি টেস্টে ভালো জায়গায় অস্ট্রেলিয়া। ভারতের মহিলা এ দলের বিপক্ষে বিদেশের মাটিতে হচ্ছে একমাত্র আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ, সেই ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিা এ দল। একটা সময় ভারতীয় দল ম্যাচে জাঁকিয়ে🍨 বসার সুযোগ পেলেও সেই সুযোগ হাতছাড়া হয়। এরপর আসতে আসতে খেলার রাশ হাতে নেয় অজিরা। আর তাতেই কার্যত সমস্যা তৈরি হয় ভারতের। মহিলা বোলাররা টিম ইন্ডিয়াকে ভালো জায়গায় এনে দিলেও ব্যাটাররা তেমন নজর কাড়তে পারেননি। বরং অজিদের ম্যাডি ডার্কের ইনিংসই দুই দলের মধ্যে অনেকটাই পার🔯্থক্য গড়ে দেয়। ফলে চার দিনের এই টেস্ট ম্যাচে জয়ের দোরগোডায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়া এ দল।
আরও পড়🃏ুন-শ🌟াকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের…
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এ দল করেছিল ২১২ রান।♕ জবাবে ভারতীয় এ দল করেছিল ১৮৪, অর্থাৎ লিড নিতে ব্যর্থ হয় মহিলা এ দল। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ২৬০ রান তোলে, সৌজন্যে ম্যাডি ড্রেকের অনবদ্য শতরান। ডি ব্রগ করেন ৫৮ রান। ভারতের হয়ে অনবদ্য বোল🦋িং করেন মিন্নু মানি, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি ভারত। সেই সুবাদেই জয়ের সামনে অজিরা।
আরও পড়ুন-বিশ্বক্রিকেটে বিরল ঘটনা! শ্রীলঙ্কায় ৬দিন ধরে চলবে টেস্ট ম্যাচ!খেলবে নি🥃উজিল্যান্ড…
মিন্নু মানি ৬ উইকেট তুলে নিলেও শেষ দিকে টেলেন্ডার গ্রেস পারসনের সঙ্গে জুটি বেঁধে ৯৬ রান তোলেন ড্রেক, আর সেখানেই কার্যত ম্যাচ হাতছাড়া হয়ে যায় ভারতের। এরপর ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় ভারতীয় মহিলা এ দলও বিপাকে পড়ে। ৮৯ রানের ২ উইকেট থেকে ভারতীয় দল ১৩১ রানের মধ্যে ৬ উইকেট হারায়। অর্থাৎ অস্ট্রেলিয়ান বোলাররওা মাত্র ২১ ওভারের মধ্যে ৪২ রানে পাঁচ উইকেট তুলে নেয় ভারতের। আর তাতেই কার্যত হাররে সামনে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন-ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, টাইব𒁏্রেকারে ৬-৫ গোলে জয়
এই মূহূর্তে ভারতীয় মহিলা এ দলকে জিততে গেলে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে রাঘ🍒বি বিশট, উমা ছেত্রীদের। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৪০ রান। হাতে রয়েছে মাত্র চার উইকেট। এই জুটির পর সেরকম ব্যাটার বলতে 👍আর কেউ নেই, ফলে চতুর্থ দিনে কাজটা বেজায় কঠিন হতে চলেছে ভারতীয় মহিলা এ দলের সামনে, তা বলাই বাহুল্য।