বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচেই জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রেণুকা সিংয়ের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে সহজেই ম্যাচ পকেটে পুড়ে নিল ভারতের প্রমিলা বাহিনী। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরুতেই অবশ্য স্মৃতি মান্ধনার উইকেট খোয়ায় ভারত। তবে আরেক ওপেনার ছন্দে থাকায় ভারতকে চাপে পড়তে হয়নি পড়শি দেশের বিরুদ্ধে। এরপর ফার্স্ট ডাউনে খেলতে নামেন যস্তিকা ভাটিয়া। ওপেনার শেফালি বর্মার সঙ্গে জুটি বেঁধে রান তুলতে থাকেন তিনি। ৪৩ রান জুটিতে তোলার পরই ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন শেফালি বর্মা। তিনি ২২ বলে করেন ৩১ রান। এরপর মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর সঙ্গে জুটিতে ৪৫ রান তোলেন যস্তিকা। হরমনপ্রীত কৌর করেন ২২ বলে ৩০ রান। তাঁর আউট হওয়ার কয়েক বল পরই অবশ্য আউট হয়ে যান যস্তিকা। তিনি করেন ৩৬ রান। তখন ভারতের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রিচা ঘোষ। মহিলাদের আইপিএলে যে ছন্দে ছিলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও সဣেরকম ছন্দেই দেখা গেল বঙ্গতনয়াকে।
আরও পড়ুন-IPL 2024-‘ওভাবে বোলিং ✅করলে তো মার খাবেই🍨’,স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি
হরমনপ্রীতরা আউট হয়ে গেলেও টেলেন্ডারদের সঙ্গে নিয়ে লড়ে যান রিচা। ১৭ বলে ২৩ রানের ইনিংস আসে ২০ বছর বয়সি রিচার ব্যাট থেকে। উইকেটের পিছনে তিনি যতটা সাবলীল, ব্যাট হাতে তিনি যে ততটাই দক্ষ সেটাই চাপের ম🌄ূহূর্তে প্রমাণ করে দিয়েছেন রিচা। তাঁদের লড়াই𓄧য়ের সৌজন্যে ৭ উইকেটে ১৪৫ রান করে ভারত।
আরও পড়ুন-IPL 2024-'প্রথম দেখায় বিরাট কোহলি বলেছিল'…অভ🧜িজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স
জবাবে ব্যাট করতে নেমে রেণুকা সিং, পুজা বস্ত্রকারদের দুরন্ত বোল▨িংয়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ছাড়া আর কেউই সেভাবে লড়াই করতে পারেননি। তিনিই একমাত্র অর্ধশতরান করে ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন।
আরও পড়ুন-T20 World Cup🍌-'ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে', সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার