ঘোষিত হল ইংল্যান্ড সফরের ভারতীয়-এ দল। প্রত্যাশা মতোই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ২টি ফার্স্ট ক্লাস ম্যাচের জন্য তারকাখচিত স্কো🅘য়াড বেছে নেন ভারতীয় নির্বাচকরা। অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন ভারতীয়-এ দলে ডাক পেলেন করুণ নায়ার। দীর্ཧঘদিন পরে তিনি কামব্যাক করলেন ভারতীয়-এ দলে।
অত্যন্ত সম্ভাবনাময় স্কোয়াডে নাম রয়েছে উই⛄কেটকিপার-ব্যাটার ইশান কিꦺষানের। দলে অপর উইকেটকিপার হলেন ধ্রুব জুরেল। স্কোয়াডে ইশানের নাম থাকায় জল্পনা শুরু হয়ে যায় যে, তবে কি আইপিএলে অফ-ফর্মে থাকা ঋষভ পন্তের বিকল্প খুঁজছেন অজিত আগরকররা?
ইংল্যান্ড সফরের ভারতীয়-এ দলের ভাইস ক🐠্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ধ্রুব জুরেল। ক্যাপ্টেন ঈশ্বরন ছাড়াও দলে রয়েছে বাংলার দুই পেসার আকাশ দীপ ও মুকেশ কুমার। যদিও নির্বাচকদের বিবেচনায় থাকলেও বাংল🤡ার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলের জায়গা হয়নি স্কোয়াডে।
ভারতীয়-এ দলে নাম রয়েছে শার্দুল ঠ🥂াকুরের। রুতুরাজ গায়কোয়াড়ও যে টেস্ট দলের জন্য নির্বাচকদের ভাবনায় রয়েছেন,✨ বোঝা যায় এ-দলের স্কোয়াডে তাঁর নাম থাকায়। এ-দলে ডাক পেয়েছেন গত রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া অংশুল কাম্বোজ।
এছাড়া স্কোয়াডে রয়েছেন যশস্বী জসওয়াল, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, সরফরাজ খানের মতো তারকারা। তুষার দেশপান্ডেরও নাম রয়েছে ভারতীয়-এ দলে। অবাক করার বিষয় হল, শ্রেয়স আইয়ারকে ভারতীয়-এ দলের জন্য বি♌বেচনা করেননি জাতীয় নির্বাচকরা। শুভমন গিল ও সাই সুদর্শন সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে নেই। তবে গুজরাট টাইটানসের দুই ওপেনার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে ভারতীয়🍰-এ দলের সঙ্গে যোগ দেবেন।
ইংল্যান্ড সফরের জন্য ভারতীয়-এ দলের সম্পূর্ণ স্কোয়াড
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (উইকেটকিপার ও ভাইস ক্যাপ্টেন), নীতীশ রেড্ডি, শার্দুল ঠাকুর, ইশান কিষান (উইকেটকিপার), মানব সুতার, তনুষ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ 👍দীপ, হর্ষিত রানা, অংশুল কাম্বোজ, খলিল আদমেহ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে, হর্ষ দুবে, শুভমন গিল (দ্বিতীয় ম্যাচ) ও সাই সুদর্শন (দ্বিতীয় ম্যাচ)।
ইংল্যান্ড সফরে ভারতীয়-এ দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি চার দিনের ফার্স্ট ক্লাস ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ শুরু হবে ৩০ মে। ম্যাচটি খেলা হবে ক্যান্টারবেরিতে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬ জুন। এই ম্যাচটি খেলꦐা হবে নর্দাম্পটনে। তার পরে ১৩ জুন থেকে ভারতের টেস্ট দলের বিরুদ্ধে একটি ট্যুর ম্যাচে মাঠে নামবে ভারতীয়-এ দল। সেই ম্যাচটি খেলা হবে বেকেনহ্যামে।