মেলবোর্নে বৃহস্পতিবার থেকে শুরু হয় ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া এ দলের দ্বিতীয় বে🐬সরকারি টেস্ট ম্যাচ। গত ম্যাচে ভারতীয় দলকে হারতে হয়েছিল। অস্ট্রেলিয়া এ দল ম্যাচ জিতে নিয়েছিল ৭ উইকেটে। আশা করা হয়েছিল এই ম্যাচে ধ্রুব জুরেল, লোকেশ রাহুলের মতো সিনিয়র ক্রিকেটাররা ভারতীয় এ দলের হয়ে খ♔েলায় হয়ত , ফলাফলে বদল আসতে পারে। কিন্তু কিছুই হল না।
আরও ꩵপড়ুন-বর্ডার গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা পন্তের! নিলেন মায়ের 🌌আশীর্বাদ…
ওপেনিংয়ে সুপার ফ্লপ রাহুল-
অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া এ দলের হয়ে নিজের প্রথম ম্যাচে নেমেই সুপার ফ্লপ লোকেশ রাহুল। তাঁকে দি꧋য়ে ওপেনিং করানো হয়েছিল। এরপরের স্কোরলাইন অনেকটা এরকম। ১১ রানে চার উইকেট। টপ অর্ডারের রাহুল এব রুতুরাজ চার রান করে করলেন। অভিমন্যু ঈশ্বরণ⛎ এবং সাই সুদর্শন খাতা না খুলেই ফের সাজঘরে ফিরলেন।
ব্যাটিং বিপর্যয় ভারতীয় দলের-
দ্বিতীয় বেসরকারি টেস্টেও অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেজায় চাপে ভারতীয় এ দল। মেলবোর্নের সবুজ উইকেটে, বলের বাউন্স আর সুইস সামলাতে হিমসিম অবস্থা হয়ে গেল ভারতীয় এ দলের ক্রিকেটারদের। ফ্রেশ বলে🎉, নতুন উইকেটে ব্যাটিং করা ঠিক কতটা কঠিন সেটাই বুঝতে পারলেন ভারতীয় ওপেনার এবং টপ অর্ডার ব্যাটাররা।
আরও পড়ুন-মহম্মদ নবি-গজনফরদের দুরন্ত পারফরমেন্স! শারজাহতে বাংলাদেশকে কচুকাটা করল আ🎐ফগানরা…
দুই ওপেনারই চূড়ান্ত ব্যর্থ-
প্রসঙ্গত বর্ডার গাভাসকর সিরিজের ভারতীয় সিনিয়র দলে থাকা দুই ক্রিকেটার লোকেশ রাহুল এবং অভিমন্যু ঈশ্বরণকে দিয়ে ব্যাটিং ওপেনিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় এ দল। কিন্তু দুজনেই যেভাবে সুপার ফ্লপ হলেন তাতে বেজায় চি✤ন্তায় পড়ে গেল টিম ম্যানেজমেন্ট। দেবদূত পাডিক্কল ফিরলেন ২৬ রান করে। ৬৪ রানের মধ্যেই ভারতীয় ব্যাটিং লাইপ আপের অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফিরলেন।
ওপেনিং স্লট নিয়ে চাপে টিম ইন্ডিয়া-
ভারতীয় এ দলের এমন হতশ্রী ব্যাটিং দেখে চিন্তায় পড়ে গেলেন গৌতম গম্ভীররা। কারণ পার্থ-এ প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় রয়েছে। সেক্ষেত্রে যশস্বী জয়লওয়ালের পার্টনার কে হবে, সেই নিয়ে এখন মাথায় হাত নির্বাচক-টিম ম্যানেজমেন্টের। কারণ লোকেশ রাহুলক𝔉ে পরীক্ষামূলকভাবে ওপেনার হিসেবে পাঠালেও ভারতীয় এ দলের হয়ে প্রথম ম্যাচেই তিনি ব্যর্থ। আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণ রান পাননি। শুভমন গিল তিন নম্বরে সেট হয়ে গেছেন, ফলে তাঁর ব্যাটিং পজিশন নিয়ে বদলের সম্ভাবনা কম।