পার্থ টেস্টে চালকের আসনে ভারতীয় ক্রিকেট দল। যা পরিস্থিতি তাতে রোহিত শর্মাকে ছাড়াই দল জিততে চলেছে। অস্ট্রেলিয়াকে একাই বলতে গেলে হারিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিඣংসেও কামাল দেখালেন ভারতীয় পেসার। অধিনায়কের দায়িত্ব ভালোভাবেই পালন করলেন এই তারকা। তবে ব্যাটাররাও মান রাখলেন।
দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক ভারতের-
প্রথম ইনিংসে ভারতীয় দল অলআউট হয়ে গেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৫০ রানেই। নীতীশ রেড্ডি-ঋষভ পন্তরা কোনওমতে লড়াই দিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে স্বপ্নের কামব্যাক লিখল টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়𝄹াল, বিরাট কোহলিরꦺ শতরানে ভারতীয় দল পাহাড়প্রমাণ ৫০০ রানেরও বেশি লিড নেয়, একপ্রকার জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া বলা যায়।
🧸Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখ💜ে যা করলেন কোহলি…
প্রথম ইনিংসে ০, দ্বিতীয় ইনিংসে ১৬১
প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল করেছিলেন ০, আর বিরাট কোহলি করেছিলেন পাঁচ রান মাত্র। যশস্বী ধারাবাহিকতার মধ্যেই ছিলেন, ফলে তিনি রান পেতেন🐽। তবে অজিদের তিনি দ্বিতীয় ইনিংসে নাস্তানাবুদ করে ছেড়েꦅ দিলেন। দ্বিতীয় ইনিংসে করলেন ১৬১ রান। সঙ্গ দিলেন বিরাট কোহলিও তিনিও করলেন অপরাজিত শতরান, আর তাতেই দ্বিতীয় ইনিংসে কামব্যাকের দুরন্ত নজিরের সাক্ষী থাকল পার্থ।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখ♔নও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
প্রথম ইনিংসে বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে সেরা কামব্যাক-
৩৪৬ রান- হেডিংলেতে ১৯৬৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনি🐻ংসে ভারত করে ১৬৪, দ্বিতীয় ইনিংসে করে ৫১০ রান
৩৩৭ রান- পার্থে এই ম্যাচে ভারত প্রথমে ১৫০ রান করে, দ্বিতীয় ইনিংসে ৪৮👍৭/৬ ডিক্লিয়ার করে দেয়
৩২১ রান- ২০১০ সালে সেঞ্চুরিয়নে দঃ আফ্রিকার বি൲রুদ্ধে ভারত প্রথম ইনিংসে করেন ১৩৬ রান, দ্বিতীয় ইনিংস💎ে ৪৫৯ রান
২৯৪ রান- ১৯৮৩ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে কর🔯ে ১৭৫, দ্বিতীয় ইনিংসে ༒করে ৪৬৯/৭
২৮০ রান- ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জনসে প্রথম ইনিংসে ভারত করে ২৪১ রান, দ্বিতীয় ইনিংসে করে ৫২১ꦑ/৬ রান
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা ꧃হত💧ে পারে ভেনু